কোর্সের বিবরণ
আজকের বিশ্ব চাকুরির বাজারে আমাদের শিক্ষার্থীদের সব থেকে বড় দূর্বলতা হলো, একটি চাকরীর ইন্টারভিউ বোর্ডে ভাল করার জন্য যথাযথ প্রস্তুতির অভাব। এ দেশের প্রতিটি তরুণ গ্রাজুয়েটই চায় তার মনের মত একটি চাকরী বা কোম্পানীতে ভাল একটি পজিশন। কিন্তু এর আগে আমাদের আসলে বুঝতে হবে, বর্তমান চাকুরীর বাজারে একজন নিয়োগকর্তার মূল চাহিদাটা কি? তারা তাদের কোম্পানীর জন্য এমন একজন লোক চায় যে কিনা তাদের প্রয়োজন গুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে পারে আর এই কারণেই তারা ইন্টারভিউ বোর্ডে ঠিক সেই ধরণের প্রার্থীদেরকেই প্রত্যাশা করে। কিন্তু বেশীরভাগ চাকুরিপ্রার্থী চাকুরিদাতার সাইকোলজী সম্পর্কে সঠিকভাবে অবগত না। Handling Tricky Interview Questions and Mistakes to Avoid কোর্সটি সেই বিষয়গুলো সম্পর্কে একজন চাকরিপ্রার্থীকে প্রস্তুত হতে সাহায্য করবে।
এ দেশের অধিকাংশ গ্রাজুয়েটই চাকরীর জন্য আবেদন করে চুপচাপ বসে থাকে ইন্টারভিউ কার্ড পাবার অপেক্ষায়। আর ইন্টারভিউ কার্ড পাবার পর তারা মনে করে, আচ্ছা ইন্টারভিউটা দিয়ে আসি। দেখি সেখানে টিকি কিনা। কিন্তু চাকরীটা পাবার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা কেউই নেয় না। এর কারণ খুজতে আমরা যদি ইন্টারভিউ বোর্ডের চিত্র সম্পর্কে একটু গবেষনা করি তবে যা দেখা যায় আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের বিশাল একটি অংশ মূলত সন্দিহান থাকে যে তারা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে ঠিক কি কি ধরণের প্রস্তুতি গ্রহণ করবে। আর এই সন্দেহ ও যথাযথ প্রস্তুতির না থাকার কারণে তারা যখন ইন্টারভিউ বোর্ডে যায়, তখন তাদেরকে সংশ্লিষ্ট প্রশ্ন করার পর তারা ঐ প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে না পারার কারণে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা প্রচন্ড বিরক্ত হন।
অবশেষে, আজকের এই কোর্সে একটি ইন্টারভিউ বোর্ডে কি কি ধরণের প্রশ্ন করা হয়, সেই সকল প্রশ্নের উত্তর কিভাবে দিয়ে প্রশ্নকর্তাকে সন্তুষ্ট করা যায় এবং সর্বোপরি একটি ইন্টারভিউ বোর্ডে প্রার্থীরা কি কি সাধারণ ভুল গুলো করে থাকে ও সেই ভুল গুলো শোধরানোর উপায় কি কি এই সকল অজানা বিষয় গুলো সম্পর্কেই আলোচনা করা হবে যা আশা করি তরুণ Graduateদেরকে সাহায্য করবে তার কাংক্ষিত ইন্টারভিউ বোর্ডে ভাল করে একটি সন্তোষজনক ফলাফল নিয়ে বের হয়ে আসতে।
এই কোর্সটি কাদের জন্য?
যে কেউ Handling Tricky Interview Questions and Mistakes to Avoid কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় বর্তমানে অধ্যয়নবরত শিক্ষার্থীরাও এই কোর্সে যোগ দিতে পারবে। তবে যারা গ্রাজুয়েশন শেষ করে চাকরীর জন্য বিভিন্ন স্থানে ইন্টারভিউ প্রার্থী তাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপযোগী ও সম্ভাবনাময়।
এই কোর্সটি করে,
- শিক্ষার্থী
- সদ্য গ্র্যাজুয়েট
সহ সকলের নিজ নিজ জায়গায় তাদের দক্ষতা বাড়ানোর সাথে সাথে ইন্টারভিউ বোর্ডে ভাল করে নিজেদের জন্য সঠিক ক্যারিয়ার বেছে নিতে সুবিধা হবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ২ ঘন্টা সময়ে ১৫ টি এক্সক্লুসিভ লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
Course Features
- Lectures 15
- Quizzes 1
- Duration 2 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 0
- Certificate Yes
- Assessments Self