বাংলাদেশে একটি ছেলের Graduation শেষ করার সাথে সাথেই তাকে এক বিশাল যুদ্ধের ময়দানে নামতে হয় যার নাম হচ্ছে চাকরীর বাজার। আর এখানে একটি কার্যকরী চাকরী পাওয়ার অন্যতম ধাপ হচ্ছে ইন্টারভিউ বোর্ড সফলতার সাথে পার হওয়া। ইন্টারভিউ হচ্ছে কাজদাতা এবং কাজপ্রত্যাশীর মধ্যকার একটি আলোচনা। একজন কাজপ্রত্যাশী চান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর কাজদাতা চান একজন যোগ্য, দায়িত্ববান কর্মী। তাই দুজনেরই লক্ষ্য যেহেতু টেকসই, সেহেতু টেকসই কিছু অর্জনে ইন্টারভিউ হচ্ছে আপানার প্রথম পদক্ষেপ। এ প্রথম পদক্ষেপটাই আপনাকে হয়তো বড় একটি ক্যারিয়ারের কাছাকাছি নিয়ে যেতে পারে।
ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস, কর্মদক্ষতাকে সঠিকভাবে নিদৃষ্ট জায়গায় ব্যবহার করার ক্ষমতা, আচার-আচরন কে বিবেচনা করেই তবে আপনাকে চাকরীটি দেবার স্বীদ্ধান্তটি নেওয়া হয়। মনে রাখতে হবে যে, একটি ইন্টারভিউর ডাক জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি আমন্ত্রণ। এটিকে যত গুরুত্বের সাথে দেখা যায় ততোই আশানুরুপ ফলাফল পাওয়া যায়। অনেকেই আছে, যারা প্রচুর মেধাবী। কিন্তু সঠিকভাবে ইন্টারভিউ না দিতে পারায় তাদের কাংক্ষিত চাকরীটি পাওয়া হয়ে ওঠে না। তাই ইন্টারভিউ বোর্ডকে কখনোই অবহেলার চোখে না দেখা যাবে না। এই ইন্টারভিউ বোর্ডটিকে সফলতার সাথে পাড়ি দেবার জন্য প্রয়োজন বিশেষ কিছু প্রস্তুতি, Soft Skills এবং কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান। আজকের How to prepare for Job Interview কোর্সে এই যাবতীয় বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
How to prepare for Job Interview কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় সদ্য গ্রাজুয়েশন শেষ করা চাকরীপ্রার্থী থেকে শুরু করে বর্তমানে চাকরীরত অবস্থায় থাকা যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- প্রায় ২ ঘন্টা সময়ে ৪৮ টি exclusive লেকচার
- কোর্সের সহযোগী হিসেবে রয়েছে exercise files
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 50
- Quizzes 1
- Duration 3.5 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 133
- Certificate Yes
- Assessments Self
-
Md. Mahmudul Hasan Suzan
Well Organized and informative Course
This course contents are very well organized. Learned lot of interview killing questions and tips. Thank you sir -
Farjana Ahamed
Too much helpful course for interviewee!
I think I have learned so many helpful things for my career life. As the interview is a very important term of an employer, we should know what is the proper and best way to sit on an interview section. Really helpful! Thank you so much!
7 Comments
Fantastic Course!
Congratulations Mr. K M Hasan Ripon for uploading such a time-demand course! Also hats off to the GoEdu team for such a brilliant initiative. Stay Blessed.
যারা ইন্টারভিউ তে কনফিডেন্ট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই পোস্টটি খুবই জরুরী |
ইন্টারভিউয়ের প্রস্তুতির সকল তথ্য ও প্র্যাক্টিস একসাথে পাওয়ায় অনেক উপকারি একটি কোর্স।
ইন্টার্ভিউ দিয়েই যাচ্ছি, কিন্তু উইন হচ্ছিনা, প্রব্লেমটা কোথায়, এই প্রশ্ন অনেকের!! প্রশ্নের উত্তর এবং সমাধান আছে এই কোর্সে।
It’s very important for us
Its sustainable development projects