Course Description
আমরা আমাদের সমাজে বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রে সাধারণত ২ ধরণের মানুষদেরকে দেখে থাকি। যথা Leader এবং Boss। আমাদের অধিকাংশদেরই ধারণা হচ্ছে যে Leader ও Boss মূলত একই ব্যক্তি এবং তাদের কাজ-কর্ম, আচার-আচরণ একই। কিন্তু আমাদের এই ধারণাটি ভুল। এই দুটি বিষয় পুরোপুরি একে অন্যের থেকে আলাদা। Leader শব্দটিকে আমরা মূলত Positive অর্থে দেখে থাকি অর্থাৎ Leader হচ্ছে সেই ব্যক্তি যে সর্বদা তার Team এর উন্নতির কথা ভাবে ও Team এর সদস্যদেরকে সব সময় সফলতার পথে নেতৃত্ব দেয়। অন্যদিকে Boss শব্দটিকে আমরা দেখি Negative অর্থে কারণ একজন Boss তাকেই বলে হয় যার মধ্যে অন্যের উপর কতৃত্ব করে নিজের স্বার্থ হাসিল করার মন মানসিকতা রয়েছে।
সুতরাং বোঝাই যাচ্ছে যে Leader ও Boss শব্দ দুটি একই রকম মনে হলেও এদের মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। Leader শব্দটি থেকেই আসে Leadership যা মানুষের অন্যতম একটি চারিত্রিক গুণাবলী। এই গুণটি যার মধ্যে রয়েছে সে খুব সহজেই জীবনে অনেক বড় একটি অবস্থানে পৌছাতে সক্ষম হয় এবং তার সাথে কর্মরত অধীনস্থদেরকেও জীবন গড়তে সহায়তা করে। এক কথায় বলতে গেলে Leadership গুণটি যাদের মধ্যে আছে, তারাই অন্যদের জন্য জীবনে সফল হবার রোল মডেল হিসেবে কাজ করে।
তবে এই গুণটি অর্জন করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে একজন Leader ও Boss এর মধ্য কার পার্থক্য গুলো কি কি এবং কোন কোন গুণাবলীর কারণে একজন Leader আর Boss একে অন্যের থেকে আলাদা। আমরা যদি এই পার্থক্য গুলোকে আলাদা ভাবে জানতে ও শিখতে না পারি তবে আমরা বুঝতে পারবো না যে আমরা মূলত চরিত্র গঠণে কোন পথে চলছি, Leader হবার পথে নাকি Boss হবার পথে। আজকের এই কোর্সে এই দুটি বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আশা করি এই কোর্সটি শেষ করার পর আপনারা খুব সহজেই আপনাদের মাঝে Leader হবার জন্য প্রয়োজনীয় গুণাবলী গুলো অর্জন করার জন্য চেষ্টা করবেন এবং একজন Boss এর নেগেটিভ বৈশিষ্ট্য গুলোকে পরিহার করবেন।
Leadership Qualities – Boss VS Leader কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় বর্তমানে চাকরীরত ও শিক্ষাজীবনে থাকা যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে।
এই কোর্সটি করে,
- শিক্ষার্থী
- সদ্য গ্র্যাজুয়েট
- চাকরীজীবি
সহ সকলেই নিজেদের প্রতিষ্ঠান ও Professional এবং Personal Life এ এই কোর্স থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগাতে সক্ষম হবেন।
Leadership Qualities কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেনঃ
- ১ ঘন্টারও কম সময়ে ১৮ টি লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 18
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 2185
- Certificate Yes
- Assessments Self
-
Md. Arifur Rahman
I wish all the bosses would complete this course.
Just speechless. -
sheikh Mohammad Rezwan
Easy but Needed
Though the lesson learnt from this course is easy to understand but difficult to implement. It needs philosophical mindset towards teamwork, value addition to company and leaving the comfort zone. -
Kanij Fatema
Boss Vs Leader
After enrolling in this course, I learned a lot. I didn't know the difference between a boss and a leader, and I assumed they were the same. But now I understand the difference between a boss and a leader. From now on, I will make every effort to apply my newly learned knowledge to my work to better myself and my organization. I discovered how to improve my leadership abilities. Every country has a leader in charge. No country can flourish without a strong leader. This training is excellent and helps us gain real-life experience for enhancing our leadership skills. Thanks a lot, sir. Mr.Md. Sabur Khan. -
S. M. Nahid Parvez Naeem
⭐⭐⭐⭐⭐
It is a great lesson for me, good qualities never disappoint. Thank you so much Honorable Chairman Sir. -
Mohammad Karim Sarker
Its very helpful for all to self development
Very very thank and honor from my heart to our Honorable Chairman Sir Dr. Md. Sabur Khan for this course. Realy he is the leader of the leaders as declare by our Honorable VC sir in a family day program and I think he is a model of the world for entrepreneurs. This course is a great opportunity for our self-development in our career our professoin and our personal life.
16 Comments
Very very thank & honor from my heart to honorable chairman sir Dr. Md. Sabur Khan for this course. Realy he is the leader of the leaders as declare by Honorable VC sir in a Family Day Program and I think he is a model of the world for Entrepreneurs. This course is very helpful to self-development in our career our profession and our personal life.
Excellent season
A clear picture between leader vs boss. We will practise and apply during lifetime
Thanks, Dear sir.
Thank you sir.
Thanks a lot sir to develop this course. It’s blessing for me to develop the skills by getting your continuous mentorship. It’s really amazing course to develop ourselves to become a leader.
Everyone country ran by a leader . Without a leader no country success in life.This course is very good fr develop ourselves as a leader
It’s a nice experience for me doing this amazing course. Thanks a lot sir for providing us such an opportunity to develop our leadership skill.
Thank You Sir For Make This Course. We have Got Lots of Information in This Course About Boss vs Leader
After enrolling in this course, I learned a lot. I didn’t know the difference between a boss and a leader, and I assumed they were the same. But now I understand the difference between a boss and a leader. From now on, I will make every effort to apply my newly learned knowledge to my work to better myself and my organization. I discovered how to improve my leadership abilities.
Every country has a leader in charge. No country can flourish without a strong leader. This training is excellent and helps us gain real-life experience for enhancing our leadership skills.
It is a great opportunity and nice experience to learn something new and extraordinary.
Thank you so much sir for such an amazing course. I learned a lot from this course. Before enrolling in this course, I think that the Boss and leaders both are the same . But after this course, I know that I was wrong. Now I can easily differentiate between a Boss and a Leader. I will try my best to acquire those qualities to be a successful leader.
Sir, this course is really knowledgeable and I have learned so many things from this course and I also get 100% Mark from the quize of this course.
Thank you much Sabur Khan sir. This course will help me to be a true leader in future. I will adopt all the qualifications what a leader should have. Thank you so much sir.
Beautiful contents. Concise and organized
Thank You sir. This course Excellent