কোর্সের বিবরণঃ
গ্রাজুয়েশনের পর প্রায় প্রতিটি শিক্ষার্থী চায় একটি কাংক্ষিত চাকরী লাভ করতে। সেই জন্য তারা নানান প্রকার চেষ্টা করতে থাকে। কিন্তু সব থেকে গুরুত্বপুর্ণ যে কাজটি করতে প্রায় অধিকাংশ শিক্ষার্থীরাই ভুলে যায়, সেটি হলো নিজেকে শুরু থেকেই Employable করে গড়ে তোলা আর এই প্রস্তুতীটি নেয়া শুরু করতে হয় ছাত্র-জীবন থেকেই। ছাত্র-জীবন থেকেই যদি একটি শিক্ষার্থী নিজেকে চাকরী পাবার উপযোগী ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল প্রকার জ্ঞান ও দক্ষতা অর্জন করে তবে ছাত্র-জীবন শেষে যখন সেই শিক্ষার্থীটিই চাকরীর জন্য আবেদন করে, তখন তার জন্য তার কাংক্ষিত চাকরী পাওয়াটা অনেক সহজ হয়ে পড়ে। নিজেকে চাকরীর উপযোগী করে গড়ে তোলার জন্য এই Employability জ্ঞান ও দিক নির্দেশনা গুলো সকল শিক্ষার্থীদের মাঝে থাকাটা জরুরী। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত নয়, যার কারণে তারা নিজেদেরকে ছাত্র-জীবন থেকেই Develop করতে না পারার কারণে পড়াশোনা শেষে তাদেরকে বেকার বসে থাকতে হচ্ছে। একটি দেশে বেকারত্বের হার বৃদ্ধির পিছনেও এই Employability Skill এর অভাব অনেকাংশেই দায়ী হিসেবে কাজ করে। তাই যারা যারা নিজেকেরকে চাকরী বাজারের জন্য তৈরী করতে আগ্রহী, সেটা ছাত্র-জীবন থেকেই হোক কিংবা ছাত্র-জীবন শেষেই হোক, তাদের জন্য আজকের Employability Skills কোর্সের এই প্রথম পর্বে অনেক কিছুই বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।
Employability Skills কোর্সটি কাদের জন্য?
Employability Skills এমন একটি কোর্স যা একজন শিক্ষার্থী থেকে শুরু করে চাকরীরত Employee এর জন্য সমান ভাবে প্রয়োজনীয়। যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটি করে,
- ছাত্র ছাত্রী
- সদ্য গ্রাজুয়েট
- চাকরী প্রার্থী/আবেদনকারী
- সদ্য গ্র্যাজুয়েট
- চাকরীরত Employee
সহ সকলের নিজ নিজ জায়গায় তাদের দক্ষতা বাড়ানোর সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করে একটি সফল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ২ ঘন্টার বেশী সময়ে ৩৫ টি লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
কোর্সটি থেকে employability skills সম্পর্কে এবং কিভাবে সেগুলোতে ভালো করা যায় তা জানতে পারছেন। তবে, কোন কোন skill সম্পর্কে আপনার বেশি যত্নশীল হতে হবে তা জানার জন্য প্রয়োজন Employability SKills Test. Skill Jobs এর Employability Skill Test দিয়ে আজি যাচাই করে নিন আপনার Employability SKills এর বর্তমান অবস্থা সাথে অর্জন করুন Employability Certificate এবং প্রফেশনাল recommendation যা সম্পূর্ণ আপনার জন্য প্রযোজ্য।
Course Features
- Lectures 35
- Quizzes 1
- Duration 2 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 4470
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
44 Comments
hope I will enjoy the course
I can’t download my certificate of this course. My full name not shown here. Please help.
Hello! You can find your certificate in the course curriculum tab and also in your profile. To change how your name shows up in the certificate, change your display name from your profile and download the certificate again.
Employability skills are the core skills and traits needed in nearly every job. These are the general skills that make someone desirable to an organization
Fr job opportunities this course brings benefits fr us.In Bangladesh, getting a job hard day by day.
Very helpful and applicable course.
wonderful course
Very helpful and wonderful course.Thank you so much sir
Think positive, Be positive
It is a very helpful course to know about skills, career and employability.
Thank you, Sir
Please notify me any sale marketing and logistic and supply chain related free course.
I am a fresh graduate from dept. of NFE, DIU.
I think this course is very important for me.
Thank You sir.
Thanks Ashik. Hope you will try to develop your soft skill as much as possible using this Pandemic situation.
Thank you so much sir!!! I’m interested in doing the course! I hope I can learn something good from here.
#From C2
Dear Sir
Thank you so much
It’s a very helpful course for us .
Employability skills are the essential skills, personal qualities and values that enable you to thrive in any workplace.
It is very important for us to know all these things in personal and real life.
especially
1 .Critical thinking and problem solving.
2.Teamwork and collaboration.
3.Professionalism and strong work ethic.
4.Oral and written communications skills.
5. Leadership.
It is very important to know all these things especially in the job field.
Thanks sir
Thank you so much sir for this platform for us.I think it’s very helpful for my future planning.I am 8th semester running student in DIU.
Thank you so much sir!!! I’m interested in doing the course! I hope I can learn something good from here.
How to create account in this site plz help me..plz send any instructions. Thank u
I have learned many new things from this course… Thanks a lot, sir.
Thank you, sir. This lesson will play a very significant role for beginners.
Sir, thanks a million for this important course. I am very grateful to you.
I have learned a lot from this course.
I am also grateful to our honourable principal K M Hasan Ripon who suggested to me the course.
Thank you Sir, this course will be useful to me.
The course is exactly what every student must have to know. This course will help me to
1. identify my soft and hard skills
2. analys my potentiality by SWOT analysis
3. make an appropriate CV
4. prepare for an interview effectively
5. determine company’s actual need etc.
#From_C2
The course is exactly what every student must have to know. This course will help me to
1. identify my soft and hard skills
2. analys my potentiality by SWOT analysis
3. make an appropriate CV
4. prepare for an interview effectively
5. determine company’s actual need etc.
Shodesh74
Section C2
Employability is massive virtue of a human.Employability can remove our anxiety and hesitation.It can help us to achieve success and goal of our life.We can learn many new and different skills by this.
Very helpful course
Shishir 1068
C2 section
It’s a great course which has allowed me to know about my self-esteem catagory.
Thank you sir❤️❤️
Thank you sir
It is a very helpful course to know about skills, career and employability.
Thank you, Sir
It is a very helpful course to know about skills, career and employability.
Thank you, Sir
Thank you to our honourable sir.
We are really learn many thing.
Hope it will be a nice journey.
Thank you sir
It is a very helpful course to know about skills, career and employability.
Thank you, Sir