কোর্সের বিবরণ: ‘ইউটিউব এসইও’ বেশ গুরুত্বপূর্ন একটি চ্যানেলের জন্য। যেকোনো টপিক লিখে সার্চ করলেই ইউটিউব সাজেশনে সেই রিলেটেড ভিডিও চলে আসে। এইসব মূলত ভিডিও এসইও এর কারনে হয়ে থাকে। সঠিক প্রসেস না মানার ফলে অনেকে বেশ দারুন কনটেন্ট বানানোর পরেও চ্যানেলে সফলতা পাচ্ছে নাহ। ইউটিউবে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে নাহ এসইও ব্যাপারেও জানতে হবে। এসইও ঠিকভাবে করা হলে ইউটিউব ভিডিও সার্চ ইঞ্জিনে টপ টেনএ অর্থাৎ টপিক লিখে সার্চ করলে প্রথম দশটি রেজাল্টের ভিতরে দেখাবে। Viral Content Making & SEO for YouTube কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে আপনি ইউটিউব ভিডিও এসইও এর উল্লেখযোগ্য খুঁটিনাটি সকল বিষয়ে জানতে পারবেন।
আপনি যদি ইউটিউব ভিডিওগুলোতে এসইও না করে থাকেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কোনদিনও এটা বুঝতে পারবে না যে, আপনার ভিডিওগুলো বিষয়বস্তু কি? আপনি ভিডিওতে এসইও করে ইউটিউব অ্যালগরিদমকে বুঝাতে পারবেন যে, আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সেটা অন্যদের থেকে অনেক ভালো বা সেই বিষয়ে আপনার ভিডিওতে সবকিছু আছে। এক কথায় আপনি আপনার ভিডিওর বিষয়টি সার্চ ইঞ্জিনকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন এসইও এর মাধ্যমে। এতে যখনই কেউ ইউটিউবে বা গুগলে কিছু সার্চ করবে এবং সে বিষয় বা টপিক যদি আপনার ভিডিওর সাথে ম্যাচ করে বা জড়িত থাকে তাহলে ইউটিউব আপনার ভিডিও তার সার্চ রেজাল্টের প্রথম দিকেই দেখাবে।
স্বাগতম, আমি Hrithik Mojumdar, GoEdu এর সাথে আমি Viral Content Making & SEO for YouTube নিয়ে ঠিক এমনি একটি কোর্স একত্রিত করেছি যাতে আপনি ইউটিউব এসইও এর সকল বিষয় গুলো সম্পর্কে বেশ কিছু ধারণা আয়ত্ত করতে পারেন। এই কোর্সটি ইউটিউব এসইও সহ Extension এড করা, কিওয়ার্ড রিসার্চ, ভিডিও সঠিক প্রসেসে আপলোডের সকল বিষয়বস্তু জানার প্রতি অনুপ্রেরণা হিসাবে উপস্থাপন করে ওভারভিউ প্রদান করতে সহায়তা করবে। এই কোর্সে আমি ইউটিউব চ্যানেলের জন্য Viral Content Making সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় রয়েছে, সকল কিছু নিয়ে আলোচনা করবো।
এই কোর্সে, আপনি ধাপে ধাপে কৌশলগুলো শিখবেন, যা আপনি এখনই বাস্তবায়ন করতে পারবেন। এই কোর্সে আপনি শিখবেন কিভাবে কীওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিভাবে আপনি যাচাই করতে পারেন কোন কীওয়ার্ড আপনার জন্য সবচেয়ে ভালো এবং কোনটি নয়? শিখবেন কিভাবে নির্দিষ্ট কীওয়ার্ড টার্গেট করতে হয়, আরও শিখবেন, কীভাবে অত্যাশ্চর্য ইউটিউব থাম্বনেইল তৈরি করতে হয় যা আপনার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। এবং আপনার বানানো ভিডিও কিভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেটির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত হাতে কলমে দেখিয়ে দেয়া হবে। যাদের উপরোক্ত বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই বা কোনোরকম ধারণা থাকলে ও সঠিক প্রসেস ও কাজ সম্পর্কে সঠিক ধারণা নেই মুলত তাদের জন্যই এই কোর্সটি বেশ উপকারী হবে।
ভার্চুয়াল বাস্তবতার একটি সক্রিয় মিথস্ক্রিয়া অন্তর্ভুক্ত করার জন্য ডিজিটাল বিশ্ব পরিবর্তিত হচ্ছে। পরবর্তী কর্মজীবনের পরিকল্পনা এবং নতুন জগৎ সম্পর্কে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে জ্ঞান অর্জন করাই শ্রেয়। তাহলে আর কিসের জন্য অপেক্ষা? আজই কোর্সটি এনরোল করুন।
ভালো থাকুন ।। শিখতে থাকুন
ধন্যবাদ।
Viral Content Making & SEO for YouTube এই কোর্সটি কাদের জন্য?
- যে কেউ ইউটিউব SEO নিয়ে জানতে আগ্রহী।
- যারা সঠিকভাবে SEO নিয়ে জানতে আগ্রহী।
- যারা দ্রুত ইউটিউব চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন।
- শিক্ষক যারা তাদের ছাত্রের শেখাতে বা জানাতে চান।
- দক্ষতা এবং অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর ইচ্ছা আছে যাদের।
- উচ্চ বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Viral Content Making & SEO for YouTube Course Requirements (প্রয়োজনীয়তা):
- শুধুমাত্র শেখার আগ্রহ
- ইউটিউব চ্যানেল
- কোন পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞানের প্রয়োজন নেই (শুরু থেকেই আলোচনা করা হবে)
- ইন্টারনেট অ্যাক্সেস, ল্যাপটপ অথবা ডেস্কটপ।
Viral Content Making & SEO for YouTube এই কোর্সে আপনি শিখবেন:
- কিভাবে কীওয়ার্ড রিসার্চ?
- নির্দিষ্ট কীওয়ার্ড টার্গেট
- ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড
- অত্যাশ্চর্য ইউটিউব থাম্বনেইল তৈরি
- এক্সটেনশন ইনস্টল ও ব্যবহার
- এবং আরো অনেক কিছু..
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 32
- Quizzes 1
- Duration 2 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 0
- Certificate Yes
- Assessments Self