SEO for Absolute Beginners কোর্স বিবরণ
SEO এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। সহজ করে বললে, ভাল এসইও অনলাইনে আপনার visibility অপ্টিমাইজ করে। এর মানে হল যে যত বেশি লোক আপনার ওয়েবসাইট দেখবে, তত বেশি আপনার অনলাইন ট্রাফিক বাড়বে এবং আরও বেশি সংখ্যক লোককে আপনার পণ্য বা পরিষেবা সরবরাহ করার সম্ভাবনা তত বেশি হবে। Google Search Page এ সাধারণত প্রথম ১০টি কনটেন্ট আসে, হ্যা মাত্র ১০টি এবং এই ১০ কন্টেন্টের মধ্যেই আমাদের প্রয়োজনীয় তথ্য গুলো আমরা পেয়ে যাই। আপনি যখন কোনো প্রয়োজনে অনলাইনে সার্চ করেন তখন চিন্তা করে দেখেছেন কি আপনি কয়বার ৩/৪ পেজ গুলোতে যান? Interesting বিষয় হচ্ছে আমরা বেশির ভাগ সময়ে সেকেন্ড পেইজে যাই না ৩/৪ পেজ তো দূরের কথা। আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন আমরা প্রথম পেজে পেয়ে যাই সুতরাং সেকেন্ড পেজ গুলোতে যাওয়া আর হয় না। সুতরাং সবারই টার্গেট থাকে প্রথম ১০টি spots মধ্যে থাকা আর এই কাজটি দক্ষতার সাথে করার জন্য প্রয়োজন SEO. Index এর প্রথম সারিতে থাকা আমাদের লক্ষ্য। প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ব্লগ পোস্ট প্রকাশ করা হয়, বুঝতেই পারছেন কি পরিমান competition এখানে।
সবাই ফার্স্ট indexing এ আসতে চাইবে। আপনার কনটেন্ট ফার্স্ট পেজে থাকা মানে আপনার ওয়েবসাইট তত বেশি মানুষের কাছে পৌঁছবে online ট্র্যাফিক বৃদ্ধিপাবে। SEO করার জন্য Keyword অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক কীওয়ার্ড নির্বাচন, পারফেক্ট জায়গায় কীওয়ার্ড বসানো, কতবার কীওয়ার্ড গুলো ব্যবহৃত হবে ,কয়টা কীওয়ার্ড ব্যবহৃত হবে এই বিষয়গুলো SEO করার সময় বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে একটি কমন ভুল ধারণা রয়েছে…আমরা SEO বলতে শুধু কীওয়ার্ড এর ব্যবহার বুঝি। .আসলেই কি সত্যি? Actually কন্টেন্টের SEO ডিপেন্ড করে আপনার কন্টেন্টের QUALITY, USEFULNESS and RELEVANCE এর উপর। অনেকেই কন্টেন্টের কোয়ালিটি ঠিক না রেখে কীওয়ার্ড ব্যবহার করে অপটিমাইজড করার চেষ্টা করে। আপনার কনটেন্ট হতে হবে টপিক এর সাথে রিলেটেড।
আপনাকে usefulness ensure করতে হবে learner যেন আপনার site এ এসে প্রয়োজনীয় তথ্য পায়। কোয়ালিটিতে কোনোভাবেই আপোষ করা যাবে না। এসইও আপনাকে সম্ভাব্য গ্রাহকদের প্রশ্নের উত্তর হওয়ার ক্ষমতা দেয়। visibility এবং ট্রাফিক বৃদ্ধি ছাড়াও, SEO আপনাকে আপনার কন্টেন্টের মাধ্যমে potential কাস্টোমারদের প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতাদেয়, এই filed এ আপনার authoritative voice তৈরিতে কান্ট্রিবিউট করে। এই authority তখন brand trust এর দিকে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত brand Loyalty দিকে নিয়ে যায়। Business এর জন্য SEO ইম্পরট্যান্ট, প্রশ্ন আসতে পারে কেন SEO ব্যবসার জন্য ভাল এসইও কেবল নতুন গ্রাহকদেরই আকর্ষণ করে না বরং সময়ের সাথে সাথে এটি আপনাকে সেই গ্রাহকদের সাথে আপনার ব্যবসার সম্পর্ককে আরও গভীর করতে দেয় কারণ আপনি তাদের সাথে সেই বিশ্বাস স্থাপন করেছেন। তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। SEO বর্তমানে potential একটি skill, অনেকেই এখন SEO করা তাদের প্রফেশন হিসেবে নিয়েছে। এই soft skill অর্জন করতে হলে আপনাকে বেশকিছু বিষয় জানতে হবে এবং প্র্যাক্টিস করতে হবে। পুরো কোর্স জুড়ে আমি ফয়জুন্নেসা হ্যাপি আপনাদের সাথে থাকবো, শিখবো SEO কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, SEO করতে কি techniques use করতে হয়, Keyword selection, you tube ভিডিও কিভাবে SEO করতে হয়, Mobile SEO Technique এমন আরো অনেক ইম্পরট্যান্ট এবং interesting টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যেন কোর্সটি করার পর SEO রিলেটেড বেটার কনসেপ্ট আপনি অর্জন করতে পারেন।
কোর্সটি কাদের জন্য
কোর্সটি যে কেউ করতে পারবেন। বিশেষ করে –
- যারা SEO সম্পর্কিত তথ্য এবং প্রক্রিয়া জানতে চান
- যারা ওয়েবসাইট এবং কনটেন্ট নিয়ে কাজ করেন বা করতে আগ্রহী
- যারা ব্লগ বা ইউটিউবিং করেন বা করতে আগ্রহী
- যারা সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে কাজ করেন বা করতে আগ্রহী
তারা এই কোর্সটি থেকে বেশি উপকৃত হবেন বলে আশা করছি।
SEO for Absolute Beginners কোর্স থেকে যা পাচ্ছেন
- ২ ঘন্টা সময়ের মধ্যে ২৬ টি লেসন
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 26
- Quizzes 1
- Duration 2 hours
- Skill level All levels
- Language Bengali
- Students 23
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
I have no comments