কোর্সের বিবরণ
Google Sheets হল গুগলের একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা stored ডেটা ম্যানিপুলেট করতে ব্যবহার করা হয়। Finance এবং Accounting পেশাদাররা গুগল শীটের complexity analytical এবং কম্পিউটিং বৈশিষ্ট্যগুলির জন্য বেশি ব্যবহার করে থাকে। গুগল শীটের সাহায্যে ইউজাররা ডাটা ট্রেন্ড অনুযায়ী সাজাতে পারছে। কোর্সে গুগল শীটের যাবতীয় খুটিনাটি বিষয়ে গভীরভাবে আলোচনা সহ হাতেকলমে দেখিয়ে দেয়া হবে।
এটা শুধু যে ব্যবসায়িক কাজে বা বড় বড় ম্যাথ সলভ করতে ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার গুগল শীটের প্রয়োজন পড়বে। গুগল শীটের সাহায্যে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজও করা সম্ভব। যেমন, কাজের সময় বাছাই করা এবং কর্মীদের প্রোফাইল এবং খরচ sorting করা, যা ব্যবসায়ীক মানে workforce গঠন এবং এক্টিভিটি গুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাছাড়া meaningful categories এর দ্বারা তারা organized এবং sort ও করতে নিতে পারছে।
তাছাড়া গুগল শীটে এমন অনেক ফিচার রয়েছে যার সাহায্যে কয়েক সেকেন্ডে একটি বিশাল বড় ডাটাশিট কে sorting করা যায়। যেমন- পিভট টেবিল এর সাহায্যে একটি চার্টে ওয়ার্কশীট থেকে ডেটা summarized করা সম্ভব। গুগল শীটের কিছু সিম্পল ট্রিক্স বা ফর্মুলার এর সাহায্যে অনেক বড় বড় হিসাবও করা সম্ভব।
মার্কেটিং এবং পণ্য পেশাদাররা আর্থিক বিশ্লেষণের জন্য বড় হিসাব নিকাশের ক্ষেত্রে আলাদা ফিনান্স টিমের এর উপর নির্ভর থাকে। তারা কাস্টমার এবং বিক্রেতাদের টার্গেটলিস্ট তৈরী করতে স্প্রেডশীট ব্যবহার করা হয়ে থাকে। একটি sales force পরিচালনা করতে এবং আগের result এর উপর ভিত্তি করে ভবিষ্যতের মার্কেটিং কৌশলগুলো পরিকল্পনা তৈরি করতে অনেক কোম্পানি এক্সেলের ব্যবহার করে থাকে।
এই কোর্সে আপনারা Custom chart, Pivot Table Overview, Link & Checkbox Overview, Data adding & editing, Row Data group, Data Theme Customization, Sort & Filter data, Image insert & Drawing ছাড়াও Salary Sheet Making, Scrolling tables, Aggregate chart values, Aggregate chart values, If Statement, And, Or Statement, Sum IF Function, Wrap Up Text, Add-ons add, Macros overview এর মত গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আপনি এই কোর্সে এক্সেস করে ঘরে বসে অনলাইন এর মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। এমনকি প্রতিটি ভিডিও নিচে স্ক্রিপ্ট থাকে সেগুলো পড়েও শিখতে পারবেন। কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখার চেয়ে ঘরে বসে শিখাটা অনেক সহজ এবং স্বল্প খরচে আপনি শিখতে পারবেন। আপনাকে শুধু টিউটোরিয়াল গুলো দেখতে হবে এবং সে অনুযায়ী বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে। যত বেশি সময় ও মনযোগ দিতে পারবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। গুগল শীট সম্পর্কে আর বিস্তারিত পুরো কোর্সজুড়ে আলোচনা করা হবে।
Google Sheets-Working with Formulas and Functions কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- গুগল শীট – এর এডভান্স।
- প্রয়োজনীয় শর্টকাট এবং এর ব্যবহার।
- একটি Datasheet / worksheet কে সুন্দর ও মার্জিতভাবে সাজানোর উপায়।
Google Sheets-Working with Formulas and Functions গুগল শীট কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে। তবে যারা বর্তমানে শিক্ষার্থী,অফিস ওয়ার্কার্স তাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপযোগী ও সম্ভাবনাময়। এই কোর্সটি করে-
- শিক্ষার্থী
- পাবলিক রিলেশন
- সোশ্যাল ওয়ার্কার্স,
- অফিস ওয়ার্কার্স সহ সকলেই উপকৃত হবে।
Google Sheets-Working with Formulas and Functions কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন-
- ৩ ঘন্টা ৩০ মিনিটের কোর্সে ৩৮ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে মুল্যবান সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 38
- Quizzes 1
- Duration 3.5 hours
- Skill level All levels
- Language Bengali
- Students 0
- Certificate Yes
- Assessments Self