কোর্সের বিবরণঃ Teaching বা শিক্ষকতা এখনকার যুগের একটি গুরুত্বপূর্ণ পেশা। তেমনি ভাবে এই Sector এ কাজ করা সকল শিক্ষকদের ভূমিকাও অনেক বেশী গুরুত্বপূর্ণ। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড এবং শিক্ষকেরাই জাতি গঠণের কারিগর। আর সেই কারণে শিক্ষকেরা যত বেশী যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন হবে তারা তাদের শিক্ষার্থীদেরকে তত ভাল ভাবে শিক্ষাদান করতে পারবে। আর এই জন্য শিক্ষকদের প্রথমে তাদের নিজেদেরকে Develop করার জন্য এবং বিভিন্ন Skill গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে। কিন্তু আগ্রহ থাকা সত্ত্বেও অনেক শিক্ষক জানেন না যে কিভাবে নিজেদেরকে শিক্ষক হিসেবে আরও বেশি অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা সম্ভব। আর এই প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর কারণ তারা শিক্ষকদের কাছ থেকে সঠিক ভাবে শিক্ষা ও Career Guideline পায় না। এই উদ্দেশ্য থেকেই Professional Development Guidelines for Teachers কোর্সটি তৈরী করা হয়েছে।
Professional Development Guidelines for Teachers কোর্সটির উদ্দেশ্য একজন শিক্ষক বা একজন ব্যক্তি যিনি শিক্ষক হতে আগ্রহী তাকে প্রস্তুত করা। একজন গ্রাজুয়েট যখন সিদ্ধান্ত নেয় যে সে শিক্ষকতাকে পেশা হিসেবে নিবে অথবা সে তার জীবনে একটি সম্মানজনক ও সফল স্থানে পৌছাবে তখন তাকে তার শিক্ষাজীবন থেকেই নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করে নিতে হবে যেন সে তার অধ্যয়নরত বিষয় গুলোর জ্ঞান ও শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তার কাংক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। আর এ জন্য তাকে তার শিক্ষাজীবনের প্রতিটি স্তর ও সাবজেক্টকে বেছে নিতে হবে অত্যন্ত দুরদর্শীতার মাধ্যমে। আর এভাবে পরিকল্পনা অনুযায়ী গোছানো একটি শিক্ষাজীবনই একটি শিক্ষার্থীর জন্য হতে পারে তার জীবনের একটি কার্যকরী Professional Development Guideline যা তাকে যে কোন পেশাতেই একটি সম্মানজনক ও সফল স্থানে পৌছে দিতে সক্ষম হবে। আবার কেউ যখন তার কাংক্ষিত লক্ষ্যে পৌছে যাবে তখন যদি সে চায় তার বর্তমান অবস্থান থেকেও আরো ভাল কোন অবস্থানে পৌছাতে তবে তখনও তার দরকার আরো একটি কার্যকরী Development Guideline।
এই কোর্সে প্রফেসর ডক্টর আহমেদ মুস্তাফা তার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতালব্ধ কিছু বিষয় আলোচনা করবেন যা শিক্ষকদের জন্য Professional Development Guidelines হিসেবে কাজ করবে এবং কিভাবে তারা তাদের professional development এর জন্য নিজেকে প্রস্তুত করবেন ও কিভাবে শিক্ষক হিসেবে নিজেকে আরও উন্নত করবেন তার পথ খুঁজে পেতে সাহায্য করবেন। পাশাপাশি তরুণ Graduateদেরকে যে কোন পেশাতে একটি সঠিক Career Plan তৈরী করতেও অনুপ্রাণীত করবে।
কোর্সটি কাদের জন্য?
এই কোর্সটি মূলত শিক্ষকদের জন্য তবে যে কোন নতুন গ্রাজুয়েটরাও এই কোর্সে যোগ দিতে পারবে। যে সকল গ্রাজুয়েটরা শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক তাদের জন্য এই কোর্সটি বেশি উপযোগী ও সম্ভাবনাময়।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- প্রায় আড়াই ঘন্টা সময়ে ২৮ টি এক্সক্লুসিভ লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
Course Features
- Lectures 28
- Quizzes 1
- Duration 2.5 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 348
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
7 Comments
Think positive, Be positive
Dr. Ahmed Mustafa is a role model for the young generation.
One of the best teacher! I admire Professor Mustafa and I am blessed as I got opportunity to work with him for a short period of time .
Dr. Ahmed Mustafa shows us how to become cool in any adverse situation. How to become a all time learner? He teaches us how learning become so friendly…
Dr. Ahmed Mustafa…An…Outstanding personality.
It is very important and helpful course…thank you so much sir