Course Description
Procrastination শব্দটির বাংলা সমার্থক হল দেরী করা, বিলম্ব করা কিংবা কাজটি সম্পাদনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা। কোন যৌক্তিক কারন ছাড়াই যে কাজটি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সেটি না করা এবং সে সময়ে কম গুরুত্বপূর্ন কিছু করাকেই Procrastination বলা হয়। জীবনে Procrastinate করেনি এমন মানুষ খুজে পাওয়া খুব কষ্টকর। আমরা প্রত্যেকেই জীবনে কোন না কোন সময় Procrastinate করে থাকি। কারো কারো মাঝে এর মাত্রা খুব কম, যার কারনে খুব একটা বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় না। আবার কারো কারো মাঝে মাত্রাতিরিক্ত Procrastination রয়েছে, যার কারনে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। একটি গবেষনায় দেখা গেছে প্রাপ্তবয়স্কদের মধ্যে ২০% মানুষ মাত্রাতিরিক্ত বা Chronic Procrastination এ ভোগে এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর হার ৭৫%-৯৫%।
এর থেকে বোঝা যায় যে, এটি এমন একটি অভ্যাসগত আচরণ যা বেশিরভাগ মানুষই অবচেতনভাবে নিজের মধ্যে ধারন করে। যেহেতু এটি একটি অভ্যাসগত আচরণ এবং এই আচরণটির সাথে আমাদের ব্যাক্তিত্বের কিছু বিষয় সম্পর্কিত, তাই শুধুমাত্র time management বা সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে এর থেকে ১০০% বের হয়ে আসা সম্ভব নয়। এর থেকে বের হয়ে আসতে হলে একটি systematic approach এর মধ্য দিয়ে যেতে হবে। এই কোর্সটিতে অংশগ্রহণের মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যাক্তিত্বের কোন কোন দিকগুলো আপনাকে Procrastinate করতে সহযোগীতা করে এবং কিভাবে systematic way তে এই অভ্যাস থেকে আপনি বের হয়ে আসতে পারবেন।
Overcoming procrastination কোর্স শেষে অংশগ্রহণকারী ব্যক্তি জানতে পারবেন –
- আমরা কি কারনে Procrastinate করে থাকি।
- কিভাবে Procrastination cycle এর মাধ্যমে আমরা এই অভ্যাসটির মধ্যেই ঘুরতে থাকি এবং বের হয়ে আসতে পারি না।
- Procrastination এর পিছনে আমাদের ব্যাক্তিত্বের কোন কোন Unhelpful Core Value/Belief গুলো দায়ী।
- এই Unhelpful Core Value/Belief গুলোকে কিভাবে Helpful Core Value/Belief এ সমন্বয় করতে পারি।
- Procrastination cycle কে কিভাবে আমরা Doing Cycle এ রুপান্তর করতে পারি।
- কিভাবে Procrastination কমিয়ে নিজেকে আরও কর্মক্ষম হিসেবে গড়ে তোলা যায়।
Overcoming Procrastination কোর্সটি কাদের জন্য?
১২ বছরের ঊর্ধ্বে যে কেউ এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। যাদের মধ্যে কাজ ফেলে রাখার ও এই নিয়ে অনুশোচনা ও অপরাধবোধে ভোগার প্রবনতা রয়েছে এবং যারা নিজেকে আরও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে চান তারা এই কোর্সটির মাধ্যমে উপকৃত হবেন।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১৫ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 15
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 71
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
3 Comments
Such an amazing course it is. Hope it’ll help me to chose my priorities & complete my tasks with proper time management.
Thank you.
procrastination is now became a vital problem among the youth and hope that this course will help me a lot to overcome such dangarous behavior within myself.
It was a helpful course. I can find out my type of procrastination after this. Hope all the ways will help me to get out from this.
Thanks to Bilkis mam, for giving this opportunity to know more about it. I was under consultation of her , she is such an amazing person from inside and out. Hope we get more insightful course from you.