কোর্সের বিবরণ
যেকোনো কিছুকে সুন্দরভাবে সবার সামনে Present করার জন্য আমাদের খুব সাজানো গোছানো Presentation slides বানাতে হয়। Microsoft PowerPoint এর সাহায্যে আমরা খুব সহজেই presentation এর জন্য slides বানিয়ে নিতে পারি। যে কোন কাজে Microsoft PowerPoint এর প্রয়োজন লক্ষ করা যায়। অর্থাৎ Presentation সম্পর্কিত যেকোনো কাজের জন্য আপনার Microsoft PowerPoint শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফটওয়্যারটি দিয়ে বাংলা, ইংরেজী সহ বিভিন্ন ধরনের বিষয় লেখালেখি করা সম্ভব।
যেহেতু এটা একটা ডিজিটাল যুগ তাই যেকোনো জিনিসকে উপস্থাপন করার জন্য PowerPoint ব্যবহার করা হয়। বর্তমানে PowerPoint এর গুরুত্ব অপরিসীম। তাছাড়া কম্পিউটারের ব্যবহার এখন সর্বক্ষেত্রে দেখা যায়, যা এ বিশ্বকে সুন্দরভাবে উপস্থাপন করতে বিশেষ ভূমিকা পালন করে। Microsoft PowerPoint এ যে শুধু slides বানানো যায় তা কিন্তু নয়। এর সাহায্যে আপনারা grammar, spelling ভুল হলে ঠিক করতে পারবেন। কোনো note বা comments add করতে চাইলে সেটাও পারবেন। তাছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসে কোনো অনলাইন presentation দেওয়ার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন। তবে অনলাইন presentation দিতে না পারলেও সমস্যা নেই, আপনারা চাইলে PowerPoint এর record option এর সাহায্যে presentation টি record করে সেটা ই-মেইল করতে পারবেন অথবা PowerPoint থেকে সরাসরি লিংকও শেয়ার করতে পারবেন। আবার কোনো বিষয়ে confusion থাকলে সেটা সরাসরি গুগল থেকে দেখে সমাধান করে নিতে পারবেন।
তবে এক্ষেত্রে Microsoft PowerPoint এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানা জরুরি। এক্ষেত্রে কিভাবে Microsoft PowerPoint ওপেন করতে হয়, কিভারে এর ভিতরে সমস্ত ফন্ট, টেব বা অপশন কিভাবে ব্যবহার করতে হয় , কিভাবে এক বা একাধিক slides সঠিক নিয়মে সংরক্ষন করতে হয় এসমস্ত বিষয় জানা অত্যান্ত জরুরি ।
এই কোর্সে এসমস্ত বিষয় ছাড়া আরো অনেক ধরনের বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে শিখব। যে বিষয়গুলো আমাদেরকে Microsoft PowerPoint এর কাজ করার সময় বিশেষ দৃষ্টি রাখতে হয় slides এর Theme এবং Design এর উপর। Microsoft PowerPoint এ কাজ করার ফন্ট এর দিকে বিশেষ গুরুত্ব দিতে হয় । কেননা কোন ফন্ট ব্যবহার করলে পাঠকদের জন্য ভাল হবে এবং কোন ফন্ট আপনার পাঠকের জন্য বিরক্তিকর হবে । এ সমস্ত বিষয় যদি সঠিক ভাবে জানতে পারেন তাহলে সেই বিষয়টা সকলের কাছে গুরুত্ব পারে ।
আপনি এই কোর্সে এক্সেস করে ঘরে বসে অনলাইন এর মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। এমনকি প্রতিটি ভিডিও নিচে স্ক্রিপ্ট থাকে সেগুলো পড়েও শিখতে পারবেন। কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখার চেয়ে ঘরে বসে শিখাটা অনেক সহ্জ এবং স্বল্প খরচে আপনি শিখতে পারবেন। আপনাকে শুধু টিউটোরিয়াল গুলো দেখতে হবে এবং সে অনুযায়ী বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে। যত বেশি সময় ও মনযোগ দিতে পারবেন তত তারাতারি শিখতে পারবেন।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। Microsoft PowerPoint সম্পর্কে আর বিস্তারিত পুরো কোর্সজুড়ে আলোচনা করা হবে।
Make Wonderful Presentation Slides by MS PowerPoint কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- Microsoft PowerPoint- এর এডভান্স।
- প্রয়োজনীয় শর্টকাট এবং এর ব্যবহার।
- একটি Presentation কে সুন্দর ও মার্জিতভাবে সাজানোর উপায়।
Make Wonderful Presentation Slides by MS PowerPoint কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে। তবে যারা বর্তমানে শিক্ষার্থী,অফিস ওয়ার্কার্স তাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপযোগী ও সম্ভাবনাময়। এই কোর্সটি করে-
- শিক্ষার্থী
- পাবলিক রিলেশন
- সোশ্যাল ওয়ার্কার্স,
- অফিস ওয়ার্কার্স সহ সকলেই উপকৃত হবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ৪ ঘন্টায় ২৭টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে মুল্যবান সার্টিফিকেট
Course Features
- Lectures 27
- Quizzes 1
- Duration 4 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 33
- Certificate Yes
- Assessments Self