কোর্সের সংক্ষিপ্ত বিবরণ:
বিল্ডিং ড্রইং এবং ড্রাফটিং করার জন্যে আমরা বিভিন্ন ধরনের সফ্টওয়ারের সাহায্য নেই যেমন অটো ক্যাড, স্কেচাপ, ম্যাক্স, রিভিট আর্কিটেকচার এবং অন্যান্ন। রিভিট (Revit) আর্কিটেকচার সফ্টওয়ারের মাধ্যমে টু ডাইমেনশন ড্রইং ছাড়াও থ্রি ডি মডেলিং, সাইড ভিউ, এনিমেশন, রেন্ডারড ভিউ এমনকি এস্টিমেশন ও করা যায়। আমরা যদি শুধুমাত্র টু ডাইমেনশনাল ভিউ নিয়ে কাজ করতে চাই, এই সফ্টওয়ার দিয়ে তাও সম্ভব। অনেক ধরনের কম্পোনেন্ট আছে যেমন দরজা, জানালা, ফার্নিচার এখানে সিস্টেমে সংযুক্ত করা আছে।একটি বাড়ির মডেল ও অন্যান্ন কাজে বিভিন্ন ডিসিপ্লিনের কর্মরত ব্যক্তিরা একই ফাইল শেয়ার করতে পারে। যা একে অন্যের কাজ সম্পর্কে সঠিক ধারনা পায় এবং তা ভুলের পরিমান কমিয়ে দেয়। দ্রুত সময়ে এবং নির্ভুলভাবে বিল্ডিং এর মডেলিং এর জন্যে এটি অসাধারন সফ্টওয়ার।
Engineering Drawing with Revit কোর্সে জানতে পারবেন:
- টু ডাইমেনশনাল সম্পর্কে ধারনা।
- বিল্ডিং এর লেআউট তৈরী করা।
- রিভিট লাইব্রেরী থেকে ফার্নিচার এই লেআউট সংযুক্ত করা।
- প্রয়োজনীয় সাইজের দরজা , জানালা, সিড়ি তৈরী করা ।
- বিল্ডিং এর এলিভিশন ও থ্রি ডি চেক করা।
- বিল্ডিং এর বিভিন্ন অংশের এস্টিমেট করা
- বিল্ডিং এর প্লান, থ্রি ডি, এলিভেশন গুলো সীট এ প্রেজেন্ট করা ও প্রয়োজনীয় ফরমেট এক্সপোর্ট করা
এ কোর্সটি কাদের জন্যে প্রযোজ্য?
- আর্কিটেক্ট, সিভিল ইন্জিনিয়ার।
- যারা টু ডি ড্রইং করতে ইচ্ছুক, তারা সবাই এ সফ্টওয়ার শিখতে পারে। তাদের যোগ্যতা কমপক্ষে
অস্টম শ্রেণী পাশ হতে হবে।
**কোর্সটি সঠিকভাবে শিখতে হলে ভিডিও টিউটোরিয়াল দেখে কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে।
কোর্সটিতে যা থাকছে:
- ২৮ টি ভিডিও লেকচার।
- কোর্স শেষে পরীক্ষা দেয়ার সুযোগ।
- পরীক্ষাতে পাশ হলে ডিজিটাল রেজাল্ট প্রাপ্তির সুযোগ।
- কোর্সের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ফোরামে আলোচনার সুযোগ।
Course Features
- Lectures 28
- Quizzes 1
- Duration 2.7 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 17
- Certificate Yes
- Assessments Self
-
Nazibullah Hossain Shourov
Recommended
Great course if you want to learn the basics of Revit -
Shuvro Dev Paul
Engineering Drawing With Revit
Thank you ,Mam.For give us a good lesson and i enjoy the course .Also learn a lots of knowledge in Engineering Drawing with Revit.I think it's Knowledge and certificate are help to my future ambitions.