কোর্সের বিবরণ
Basic Fundamentals of Scouting কোর্সে আপনাদের স্বাগতম, Scouting বিশ্বের একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী গতিশীল অরাজনৈতিক শিক্ষামূলক, আকর্ষণীয় ও উদ্দীপনামূলক যুব আন্দোলন। স্কাউট আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে একজন শিশু, কিশোর–কিশোরী, যুব বয়সীরা নিজের ভিতরের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আত্ন-উন্নয়নের পাশাপাশি সমাজ তথা দেশের উন্নয়নে নিজকে নিয়োজিত করতে পারে।
শতবর্ষ পূর্বে 1907 সালে স্কাউটিংয়ের জনক Robert Stephenson Smyth Lord Baden Powell of Gilwell বৃটেনের ব্রাউন্সী দ্বীপে স্কাউটিং কার্যক্রমের শুভ সূচনা করেছেন। বর্তমানে বিশ্বের 173টি দেশের প্রায় 43 মিলিয়ন শিশু, কিশোর ও যুবরা স্কাউট প্রতিজ্ঞা গ্রহণ করে আতœনির্ভরশীল, পরোপকারী, সুনাগরিক হিসেবে গড়ে উঠার মন্ত্রে উজ্জীবিত রয়েছে।
1972 সালের 8 এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। একই বছরের সেপ্টেম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির 111 নং অধ্যাদেশ বলে বাংলাদেশ বয় স্কাউট সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে। 1974 সালের 1লা জুন, বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশ স্কাউটসকে 105 নং সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। 1978 সালের 18 জুন জাতীয় কাউন্সিলের পঞ্চম সভায় পুনরায় এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
স্কাউটিংয়ে প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। প্রযুক্তির এই যুগে দেশের স্কাউট সংখ্যা বৃদ্ধি এবং মান সম্পন্ন স্কাউটিং নিশ্চিত করণের লক্ষে অ্যাডাল্ট লিডারদের পাশা–পাশি ইয়ুথ লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন সময় উপযোগী আধুনিক ও উন্নত প্রশিক্ষণ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়“ এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে এই “বেসিক ফান্ডামেন্টাল অব স্কাউটিং“ কোর্সটি তৈরি করা হয়েছে; যাতে যে কেউ স্কাউটিং এর সাথে সম্পৃক্ত হতে চাইলে সহজেই স্কাউটিং এর মৌলিক বিষয়সমূহ জানতে পারে।
এই কোর্সে স্কাউটিংয়ের পটভূমি, স্কাউট আন্দোলনের ইতিহাস, স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ, স্কাউটিং এর বিভিন্ন শাখার প্রোগ্রাম, প্যাক/ট্রুপ/ক্রু মিটিং, স্কাউট আন্দোলনের সাংগাঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Basic Fundamentals of Scouting কোর্সটিতে যা যা থাকছে
- স্কাউট আন্দোলনের জনক ও স্কাউটিংয়ের পটভূমি
- স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ
- স্কাউটিং এর বিভিন্ন শাখার প্রোগ্রাম সম্পর্কে ধারণা
- Pack/Troop/Crew Meeting
- স্কাউট আন্দোলনের সাংগঠনিক কাঠামো
Basic Fundamentals of Scouting কোর্সটি যাদের জন্য
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ, পেশাজীবীসহ যে কেউই এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু এই কোর্সের কোনো পূর্বশর্ত নেই।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা ৩০ মিনিট সময়ে ১৫ টি লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
Course Features
- Lectures 15
- Quizzes 1
- Duration 1.5 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 92
- Certificate Yes
- Assessments Self