মুখে লিডার বলা যতটা সহজ, বাস্তব জীবনে একজন Leader হওয়া ঠিক ততটাই কঠিন। যে কেউ চাইলেই Leader হতে পারবে না কারণ মানুষ খুব সহজেই খারাপ গুণগুলোর প্রতি আকৃষ্ট হয় কিন্তু ভাল গুণগুলো অর্জন করাটা বেশ কঠিন। গুণ গুলোর পাশাপাশি একজন লিডার এর থাকতে হয় উপস্থিত বুদ্ধি যার মাধ্যমে সে যে কোন সমস্যার সমাধান দিতে পারেন যা সবার দ্বারা সম্ভব না।
একজন যোগ্য Leader খুঁজে বের করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। Leader দের সংখ্যা হয় কম, কিন্তু যারা প্রকৃত পক্ষেই একজন যোগ্য Leader হতে পারে তারা একাই নেতৃত্ব দিতে পারে গোটা জাতিকে। পৃথিবীতে এমন অনেক নজির এবং উদ্ধারণ আছে যোগ্য লিডারদের।
এ থেকেই বোঝা যায় যে কেউ যদি নিজেকে একজন যোগ্য Leader হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তবে তার সাফল্য কেউ কখনো আটকাতে পারবে না। একজন Leader কে তার অবদান ও ভালো গুণাবলীর জন্য মানুষ আজীবন মনে রাখে।
তার নাম উদাহরণ হিসেবে উচ্চারণ করা হয় যা একজন মানুষের জন্য অত্যান্ত সম্মানের। তাই কেউ যদি Leader হবার জন্য প্রয়োজনীয় সকল গুণাবলীগুলোকে অর্জন করার জন্য চেষ্টা করে যায় তবে সে যদি পুরোপুরি সফল হতে নাও পারে এবং সব গুলো গুণাবলী থেকে কিছু সংখ্যক অর্জন করতে সক্ষম হয়, তবুও সে এগুলোকে পুঁজি করেই সাফল্যের সিড়ির অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে।
তবে সব থেকে মুখ্য যে বিষয়টি একজন লিডার এর মধ্যে থাকতে হবে সেটা হল সমস্যা সমাধান করার গুণাবলী, যদি একজন লিডার যেকোনো উপস্থিত সমস্যা সমাধান নাই দিতে পারে তাহলে তাকে যোগ্য লিডার বলে মনে করা হয় না এবং তার লিডারশিপ প্রশ্নবিদ্ধ হয়. তাই আমাদের উচিত আমাদের প্রবলেম সলভিং স্কিলস বৃদ্ধি করা।
ভাল গুণাবলী কখনোই কোন মানুষকে হতাশ করে না। কোন মানুষের মাঝে যদি একটি ভাল গুণও থাকে তবে সেই একটি গুণের কারণেও সে জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারে। তাই আমাদের প্রত্যাশা রইলো, আজকের এই কোর্সের থেকে নেয়া জ্ঞান ও শিক্ষাগুলো আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন এবং একটি সফল Career তথা জীবন গড়তে সক্ষম হবেন।
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 29
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 9
- Certificate Yes
- Assessments Self