Course Description
যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। এর মধ্যে কিছু জিনিস থাকে অনেক বেশি প্রয়োজনীয় আবার কিছু জিনিস থাকে কিছুটা কম প্রয়োজনীয় তবে একটি প্রতিষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সব থেকে বেশি প্রয়োজন কর্মকর্তা, কর্মচারীগণ। একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীগণ সেই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। বই ছাড়া যেমন লাইব্রেরি চিন্তা করা যায়না তেমনি কর্মকর্তা কর্মচারী ছাড়া একটি প্রতিষ্ঠান কল্পনা করা যায়না। একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো কর্মকর্তা, কর্মচারীগণ। তাদেরকে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়। তবে সব কিছুরই ভালো মন্দ দুইটি দিক থাকে, এইক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
একটি প্রতিষ্ঠানের সব এমপ্লয়ী সমান ডেডিকেটেড হয়না। প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশ, সমাজ কাঠামো এবং মতাদর্শ নিয়ে বড় হয়। কোম্পানিতে আমাদের বিভিন্ন মানুষের সাথে টীম হয়ে কাজ করতে হয়। আর আপনি যদি supervisor হয়ে থাকেন বা টীম লিডার তবে আপনার রেসপনসিবিলিটি আরো বেশি। কারণ টিমের সকল সদস্য সমান হয় না। কেউ অনেক pressure এ কাজ করতে পারে কেউ একদমই না, কেউ মনোযোগী থাকার চেষ্টা করে আবার কেউ এবসেন্ট মাইন্ডেড হয়ে পরে। সুতরাং একজন লিডারের বা supervisor এর কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ সবাইকে সমান ভাবে কাজের সাথে যুক্ত করা। যে কোন সংস্থায় কর্মচারীদের সাথে কাজ করার সময় যে কেউ সফল হতে পারে তার জন্য “Employee Absenteeism Management” প্রয়োজন। “Employee Absenteeism Management” খুব ইম্পরট্যান্ট একটি বিষয়, অনেকেই ignore করে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের leadership প্রশ্নবিদ্ধ হয়। কেন তারা কাজটি successfully done করতে পারছেনা।
এই কোর্সটিতে “Employee Absenteeism” রিলেটেড সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যারা অলরেডি লিডার পদে আছেন বা ফিউচারে লিডার হতে চান তাদের এই বিষয়ে knowledge থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সে আমরা আলোচনা করবো:
- Employee Absenteeism Management” কেনো ইম্পরট্যান্ট,
- Benefits of Employee Absenteeism Management,
- Challenges of Employee Absenteeism Management,
- Causes of Employee Absenteeism.
এই রকম আরো অনেক ইম্পরট্যান্ট, ইন্টারেষ্টিং এবং exclusive টপিক নিয়ে ডিসকাস করবো। আশা রাখছি এই কোর্সের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং কর্মস্থলে নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। কারণ “Employee Absenteeism Management” খুব ইম্পরট্যান্ট একটি স্কিলস, সবার মধ্যে থাকে না আর এই কারণেই আমরা সবাই লিডার ও হতে পারিনা। তবে নিরাশ হবার কিছু নেই skills প্র্যাক্টিসের মাধ্যমে ডেভেলপ করা possible. আর এই কোর্সটি আপনাকে এই স্কিল ডেভেলপ করতে বিষয়ে ভাবে সহায়তা করবে।
Employee Absenteeism Management কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় বর্তমানে চাকরীরত অবস্থায় থাকা যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে। তবে যারা বর্তমানে ম্যানেজার বা supervisor পদে চাকরী করছেন তাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপযোগী ও সম্ভাবনাময়।
এই কোর্সটি করে,
- চাকরিজীবী
- ম্যানেজার
- শিক্ষার্থী
- গ্র্যাজুয়েট
সহ সকলেই নিজ নিজ Qualification, Skill ও Experience অনুযায়ী কর্ম ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং Employee Absenteeism Management করার দক্ষতা অর্জন করবেন।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১৪ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- বিনামূল্যে কোর্সটি থেকে শিখুন, শুধুমাত্র সার্টিফিকেট প্রয়োজন হলে ২০০ টাকা প্রদান করে Instructor কে অনুপ্রাণিত করুন।
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 14
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 144
- Certificate Yes
- Assessments Self