কোর্সের বিবরণঃ আমরা সকলেই কম বেশী Communication শব্দটির সাথে পরিচিত। Communication বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও Network তৈরী হয়। Communication মূলত ২ ধরণের আছে, যথা Personal ও Professional. একজন ব্যক্তি যখন চাকরী জীবনে প্রবেশ করে তখন তাকে Professional Communication বজায় রাখতে হয় যার আরেক নাম হচ্ছে Business Communication. অর্থাৎ একজন চাকরীজীবি যখন তার কোম্পানীর Internal ও External সকল Employeeদের সাথে যোগাযোগ, সম্পর্ক তৈরী ও পাশাপাশি Network স্থাপন করার চেষ্টা করে তখন তার জন্য Business Communication Skillটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আর এই কারণে চাকরী পাবার পূর্বে থেকেই যদি শিক্ষার্থীরা Business Communication Skills অর্জন করে নিতে পারে তবে তাদের জন্য তাদের Professional Life এ একটি সফল অবস্থানে পৌছানোতা অনেক সহজ হয়ে পড়ে।
এই কোর্সটি আপনাকে Workplace Culture সম্পর্কে বোঝানোর মাধ্যমে ব্যবসায়ের সাফল্যের গোপনীয় বিষয়গুলি আপনার সামনে উপস্থাপন করতে সহায়তা করবে। আপনি Verbal ও Non-verbal Communication বুঝে আপনার Professional Life এ এ সকল বিষয়গুলোকে কিভাবে কাজে লাগাবেন তা শিখবেন। সেই সাথে এই কোর্সে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো কিভাবে, Business Writing, Active Listening এবং কর্মক্ষেত্রে সকলের সাথে Communication এর মাধ্যমে আপনি আপনার Idea, Proposal ও Strategy গুলো আপনার Target Audience এর কাছে পৌছাতে পারবেন।
Business Communication কোর্সটি কাদের জন্য?
Business Communication এমন একটি কোর্স যা একজন শিক্ষার্থী থেকে শুরু করে চাকরীরত Employee এর জন্য সমান ভাবে প্রয়োজনীয়। যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটি করে,
- ছাত্র ছাত্রী
- সদ্য গ্রাজুয়েট
- চাকরী প্রার্থী/আবেদনকারী
- সদ্য গ্র্যাজুয়েট
- চাকরীরত Employee
সহ সকলের নিজ নিজ জায়গায় তাদের দক্ষতা বাড়ানোর সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করে একটি সফল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১০ টি লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 10
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 179
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
14 Comments
এই কোর্স টি মুলত প্রতি মানুষের জন্য প্রয়োজন। কারণ প্রতি মানুষ তার ব্যাক্তি গত জীবনে অন্য মানুষের সাথে সংযোগ স্থাপন করতে হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
Excellent
I have a nice learning from that business communication course.Thank you Sir
স্যার,কোর্সের বিষয়ের সাথে কুইজের প্রশ্নের কোনো মিল নেই !!! 😞
it’s very helpful for us
Very effective. Thank u sir.
it’s very helpful for us