টেক্সটাইল ও পোশাক খাতের একটা সাধারণ সমস্যার নাম Yarn Count। আসলে Yarn Count আমরা যতটা কঠিন ভাবি এটা ততটা কঠিন নয়। কেবল শিক্ষার্থীরা নয়, এ খাতের বিশেষজ্ঞদেরও Yarn Count নিয়ে সমস্যায় পরতে দেখা যায় । বিশেষ করে interview এর সময় Yarn Count নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলেই বেশীরভাগ শিক্ষার্থীকেই উত্তর দিতে বেগ পোহাতে হয়। এর একটা প্রধান কারন হল না বুঝে মুখস্থ করা। এই Basic Concept of Yarn Count কোর্স থেকে সকলে জানতে পারবেন Yarn Count বলতে আসলে কি বোঝায়, প্রকারভেদ এবং এর একক সম্পর্কে। সবকিছু বিবেচনায় এনে যতটা সম্ভব সহজ ভাষায় Lecture গুলি তৈরি করা হয়েছে। আশা করি সবার মনে গেঁথে যাবে এবং সবাই উপকৃত হবেন।
Basic Concept of Yarn Count কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় বর্তমানে টেক্সটাইল ও পোশাক খাতে চাকরীরত অবস্থায় থাকা যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে। তবে যারা বর্তমানে শিক্ষাজীবনে আছে ও Graduation শেষ করে চাকরী বাজারে নামার জন্য আগ্রহী তাদের জন্য এই কোর্সটি সব থেকে বেশি উপযোগী।
এই কোর্সটি করে,
- ছাত্র ছাত্রী
- সদ্য গ্র্যাজুয়েট
- প্রফেশনাল
নিজ নিজ জায়গায় তাদের দক্ষতা অর্জন করবেন।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১2 টি এক্সক্লুসিভ লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 12
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 341
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
14 Comments
From this course we can able to learn about Yarn Count. We need to know about it Properly. In textile sector it plays an important role in every field.
That’s why, we need to learn about it properly.
Yarn count is important for every textile engineers . From this course we grab lots of knowledge.
we are getting knowlegde for totally free and also got a certificate which is really a matter of joy .
Very useful for us Alhamdulillah.
Alhamdullah we are getting knowlegde for totally free and also got a certificate which is really a matter of joy .
Thank you so much sir for creating a valuable free course for us. We have learned a lot about yarn count in a short time. We need more this type of course in future sir. Best of Luck sir.
Thank you Raisul Islam brother for your advice.
Thank you sir for great lecture. In sha Allah it will be helpful for me for my better future.
I am happy for such kind of free course of my track. I am successfully completed this course with 80% marks in quize. Its very good to keep a quize test after finishing course. Just keep it up and thank you sir
Hopefully will learn new things from this course
Yarn count is a very important topic for the both textile student & engineer.