Course Description
চতুর্থঃ শিল্প বিপ্লবের যুগে , ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে রোবোটিক্স শেখানোর মাধ্যমে সৃজনশীল , উদ্ভাবনী চিন্তাবিদ এবং সমাজের আরও ইনোভেটিভ সদস্য হওয়ার দক্ষতা বাড়াতে পারে। আমাদের শিক্ষার্থীদের রোবটিক্স এর প্রাথমিক বিষয়গুলি শেখানোর মাধ্যমে আমরা তাদের কাছে পুরো নতুন বিশ্ব এবং তাদের আকর্ষণীয় সুযোগগুলি খুলতে পারি। যাতে করে তারা চতুর্থঃ শিল্প বিপ্লবের সাথে নিজেদেরকে অতি সহজে মানিয়ে নিতে পারে। Introduction to Robotics পার্ট ওয়ান কোর্সটিতে আলোচনা করা হবে রোবোটিক্স এর বেসিক ধারণা, ইতিহাস এবং ক্লাসিফিকেশন নিয়ে।
রোবটিক্স একটি প্রোডাকটিভ লার্নিং প্লাটফর্ম । দৃশ্যমান কোনোকিছু তৈরি এবং শিক্ষার্থীদের ইচ্ছা মতো কর্মক্ষম করে তোলার সুযোগ। ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সাথে সৃজনশীলতার একত্রীকরণ, রোবটিক্স ছারা অন্য কোনো ক্ষেত্রে খুবই কম দেখা যায় । যখন শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ কোনো কিছু নিয়ে কাজ করতে দেওয়া হয় তখন তাদের ওই কাজের কাজের প্রতি আন্তঃসংযোগ এর লেভেল অনেক বেড়ে যায়।
Introduction to Robotics কোর্সটি কাদের জন্যঃ
শিক্ষানবিস থেকে শুরু করে যে কেউ রোবোটিক্স কোর্সটি করে উপকৃত হতে পারবে। রোবোটিক্স শেখার মাধ্যমে নিজের উদ্ভাবনী এবং সৃজনশীলশক্তি বৃদ্ধি করতে পারবেন। কোনো পূর্বশর্ত না থাকার কারণে যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১৭ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 17
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 1
- Certificate Yes
- Assessments Self