সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখনো হয়তো অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে না, কিন্তু তারাও সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে মুক্ত নয়। সোশ্যাল মিডিয়ার প্রভাব নেতিবাচক কিংবা ইতিবাচক উভয়ই হতে পারে। এটি নির্ভর করে আপনি কিভাবে এই শক্তিশালী মাধ্যম টিকে ব্যাবহার করছেন তার উপর। সোশ্যাল মিডিয়া এখন শুধু বন্ধুদের সাথে চ্যাট করা, ছবি কিংবা স্ট্যাটাস শেয়ার করার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় মার্কেটিং প্ল্যাটফর্ম। ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার, লিঙ্কডইনের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে সাধারন মানুষের পদচারনার পাশাপাশি প্রতিনিয়ত চলছে নানা রকম বিজ্ঞাপন এবং প্রচারণা। তবে এই বিশাল প্ল্যাটফর্মের সঠিক ব্যাবহার না জানলে এর থেকে ইতিবাচক ফলাফল বের করা খুবই কঠিন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট (Social Media Management) তাই সকল ব্যবসা, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অনেক টুল আছে যেগুলো সম্পর্কে বেশীরভাগ মানুষ জানে না। ফলে তারা কেবল লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যাটের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। এই কোর্সটিতে আমরা সেসব টুল গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেগুলো ব্যাবহার করেলে আপনি আপনার দৈনন্দিন জীবন, চাকরি, ব্যবসা তথা আপনার ক্যারিয়ারে অগ্রগতি নিয়ে আসবে পারবেন। কোর্সটিতে জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া সাইটের একদমি বেসিক লেভেলের ফিচার থেকে শুরু করে Advanced-ফিচার গুলো নিয়ে বিস্তর আলোচনা এবং প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখানো হয়েছে।
Social Media Management কোর্সটি কারা করতে পারবে?
এই কোর্সটি করার জন্য কোন ধরনের পূর্বশর্ত নেই।
- শিক্ষার্থী
- চাকরিজীবী
- ব্যবসায়ী
- সদ্য গ্র্যাজুয়েট
সহ যে কেউ চাইলে এই কোর্সে ভর্তি হয়ে হতে পারবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেনঃ
১) ৬.৫ ঘন্টার মধ্যে ৬৫ টি এক্সক্লুসিভ লেকচার
২) কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
৩) যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
৪) HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 65
- Quizzes 5
- Duration 6.5 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 8
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
Great to learn about unlearn & relearn things of Social Media Management.Thanks for your valuable time & knowledge.