Succession Planning একটি গতিশীল প্রক্রিয়া। আমরা হয়তো এখনো অনেকেই এই সম্পর্কে তেমন অবগত নই। আমরা কম বেশি এর ব্যবহার প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানেই দেখে থাকি তবে কালের পরিবর্তনে উত্তরাধিকার নির্বাচন পরিকল্পনা বা প্ল্যানিংয়ে এসেছে পরিবর্তন। একটি প্রতিষ্ঠানে সুষ্ঠ Succession প্ল্যানিংয়ে অভাবে নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে পারে, সাথে সাথে প্রতিষ্ঠানটি হুমকির মুখেও পড়ে যেতে পারে এমন কি প্রতিষ্ঠানটি বন্ধও হয়ে যেতে পারে। Succession Planning এর অন্যতম মূল লক্ষণীয় বিষয় হলো candidate নির্বাচনে কিছু স্ট্রাটেজি অনুসরণ করা। কিছু ছোট পদক্ষেপ , সজাগ দৃষ্টি এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে উত্তরাধিকার নিয়োগে সফল হবে। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রতিষ্ঠানের কর্মরত প্রত্যেকটি কর্মকর্তার এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতেও Succession প্ল্যানিংয়ে কোনো বিকল্প নেই। কারণ একটি কোম্পানিতে Succession Planning যতটা কার্যকরী ভাবে Implement করা যায়, সেই কোম্পানির কর্মীরা তত বেশি সুযোগ সুবিধা পায় নানান রকম বিষয়ে নিজেদের দক্ষতা গুলোকে Explore করার ও সেই অনুযায়ী কাজ করে নিজেদের ক্যারিয়ারকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার। সেই সাথে কোম্পানিও খুব সহজেই বুঝতে পারে যে তার কর্মীদেরকে ঠিক কোন কোন জায়গায় কাজে লাগালে তা ওই কর্মী তথা কোম্পনীর জন্য মঙ্গল বয়ে আনবে।
বড় বড় প্রতিষ্ঠানে তাই Succession Planning এর জন্য আলাদা করে বিভাগ তৈরী করা হয়। অনেক প্রতিষ্ঠানে আলাদা বিভাগ না থাকলেও Human Resources বিভাগের মাধ্যমে এই কাজটি করা হয়। এই কোর্সটিতে Succession Planning নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যাতে কোর্সটি করার পর আপনি Succession Planning কি সেটা তো জানবেনই, সাথে কিভাবে তা বাস্তবে প্রয়োগ করবেন, এই বিষয়টিতে কোন কোন Challenge রয়েছে এবং সেগুলো কিভাবে অতিক্রম করবেন ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক।
Succession Planning কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সটি করতে পারবে তবে যারা কোনও প্রতিষ্ঠানে managerial পদে রয়েছেন বা সরাসরি HR management এ কাজ করছেন তাদের জন্য কোর্সটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ২ ঘন্টার বেশি সময়ে ৩৭ টি এক্সক্লুসিভ লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 37
- Quizzes 1
- Duration 1.5 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 74
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
2 Comments
Thanks for sharing.
Thanks