Course Description
একটি শিশুর জন্ম গ্রহণের পর তাকে বড় করে তোলার মূল দ্বায়িত্ব পালন করতে হয় বাবা-মাকে। এছাড়াও ঐ শিশুর আশে পাশের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও পরিবেশও অনেক শক্তিশালী একটি নিয়ামক হিসেবে কাজ করে শিশুটির সুস্থভাবে বেড়ে উঠতে। শিশুটি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন একটি সময় তাকে পাঠানো হয় স্কুলে, যেখানে শিক্ষকেরা দ্বায়িত্বে থাকেন তাকে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার। অর্থাৎ সব মিলিয়ে বোঝা যায় যে শুধু মাত্র জন্ম দিলেই বাবা-মায়ের দ্বায়িত্ব শেষ হয়ে যায় না এবং শুধু মাত্র জন্ম দিয়েছে বলেই বাবা-মা তার সন্তানের একমাত্র অভিভাবক হিসেবে কাজ করে না। একটি শিশুর সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠাটা নির্ভর করে তার আশে পাশের সকল প্রকার নিয়ামক গুলোর সম্মিলিত প্রচেষ্টায়।
এখন এই সকল নিয়ামক গুলোর মধ্যে Parenting এর সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ দ্বায়িত্বটি পালন করতে হয় বাবা-মা ও শিক্ষকদেরকেই কারণ তাদের প্রত্যক্ষ সংস্পর্শেই একটি শিশু বেড়ে ওঠে। সুতরাং বাবা-মা ও শিক্ষক যদি তাদের দ্বায়িত্ব পালনে কোন ভুল করে বা শিশুদেরকে যদি কোন ভুল শিক্ষা প্রদান করে তবে এর নেতিবাচক প্রভাব শিশুটিকে সারা জীবন ধরে ভোগ করতে হয়। আর এই জন্য প্রথমে বাবা-মা ও শিক্ষকদের ভাল ভাবে জানা উচিত Parenting এর ব্যাপারে। কিভাবে একটি শিশুকে সঠিক শিক্ষা প্রদান ও আচার-ব্যবহার শেখানোর মাধ্যমে তার মধ্যে নীতি-নৈতিকতা বোধ ও সকল প্রকার মানবীয় গুণাবলীর সংমিশ্রন ঘটিয়ে বর্তমান পৃথিবীর উপযোগী করে গড়ে তোলা যায় এই সব কিছু নিয়েই মূলত তৈরী Smart Parenting নামক বিষয়টি যা সকল বাবা-মা ও শিক্ষকদের অবশ্যই জানা জরুরী। আজকের এই কোর্সে আমরা Smart Parenting এর এ সকল Strategy সম্পর্কেই জানার চেষ্টা করবো
Challenge Based Parenting কোর্সটি কাদের জন্য?
এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা বর্তমানে বাবা-মা কিংবা আশা করছেন কিছু দিনের মধ্যে বাবা-মা হবেন বা আশা করছেন ভবিষ্যতে কোন একদিন বাবা-মা হবেন।
তবে এই কোর্সটি শুধুমাত্র বাবা-মাই নয় বরং শিক্ষকদের জন্যও অনেক বেশি সহায়ক হবে।
Challenge Based Parenting কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টার বেশি সময়ে ১৪ টি লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 14
- Quizzes 1
- Duration 1.5 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 336
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
3 Comments
Thank you so much sir for this course..This is very helpful for our life.
Helpful