দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে প্রায় ১০ ঘন্টা মিডিয়া ব্যবহার করে থাকি। এরমধ্যে রয়েছে রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মিডিয়া। তাই এখন মিডিয়া জ্ঞ্যান থাকা শুধু প্রয়োজন নয় আবশ্যিক। উন্নত দেশে যেমন হাইস্কুল লেভেলে সবার জন্য বাধ্যতামুলক, আমাদের দেশে সেটার প্রচলন এখনো হয়ে ওঠেনি। তাই, Introduction to Media Literacy: Traditional & New Media কোর্সের মাধ্যমে সে প্রচেষ্টা। যেন মিডিয়া কী, কীভাবে কাজ করে, মিডিয়ার মাধ্যমগুলো কী কী এবং মিডিয়ার লিটারসি সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায়।
Introduction to Media Literacy: Traditional & New Media কোর্সের মাধ্যমে আমরা মিডিয়ার যে জ্ঞ্যান্টুকু আমাদের মধ্যে নুন্যতম থাকা দরকার সেটি নিয়ে কথা বলবো। অর্থাৎ, আমাদের আলোচনার বিষয় হবে যতটুকু সকল বিষয় নির্বিশেষে সবার জানা প্রয়োজন। যতোটুকু জানলে আমরা মিডিয়ার বেসিক জানতে পারবো এবং যা দেখবো তা সরাসরি বিশ্বাস না করে, ক্রিটিক্যাল থিংকিংএর মধ্যমে যাচাই-বাছাই করতে পারবো। এর ফলে, আমরা তথ্য-বিভ্রাট, গুজব বা ফেক নিউজের মতো বিষয়গুলোকে নিজেরাই বুঝতে পারবো।
এই কোর্সটি কাদের জন্য?
সকল বিষয়ের সকল পেশার মানুষদের জন্য কোর্সটি নিয়োজিত। অর্থাৎ, সমাজের সকল স্তরের মানুষ এই কোর্স থেকে উপকৃত হতে পারবে।
কোর্সটিতে বিশেষ যা যা থাকছেঃ
- 2 ঘন্টারও কম সময়ে ১২ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 12
- Quizzes 1
- Duration 2 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 147
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
2 Comments
The importance of Finding a good boss, is undescribable. Thank you so much sir for this very important lesson on Media Literacy. Overcoming the gaps of knowledge about media and being strategical, critical thinker about media rules, learnt very comprehensively.