Course Description
বিল্ডিং ডিজাইন এবং কন্সট্রাকশন করার জন্যে আমদের ইমারত নির্মান বিধিমালা মেনে কাজ করতে হয়। ঢাকা ইমারত নির্মান বিধিমালায় অগ্নি নিরাপত্তা বিষয়ক নিতিমালা একটি আত্যন্ত গুরুতবপুর্ন বিষয়।এই বিধিমালার পাশাপাশি অগ্নি নিরাপত্তায় কালার কোড এর ব্যাবহার করা প্রয়োজন পরে। বিল্ডিং এর বিভিন্ন ফায়ার ফাইটিং সিস্টেম সম্পর্কে না জানা থাকলে বিল্ডিংটিকে সামগ্রিক ভাবে অগ্নি নিরাপদ করে তোলা জায় না। অকুপেন্টসদের সেফটি এবং হেলথ, থ্রেট অথবা ভালনারবিলিটি মুল্যায়ন এবং রিস্ক মুল্যায়ন, অগ্নি প্রতিরোধী ইমারত নির্মান উপাদান এবং ইমারত নির্মান প্রক্রিয়া প্রফেশনালদের অগ্নি নিরাপত্তা সম্যক ভাবে অভিগ্য করে তোলে ।একটি বিল্ডিং ডিজাইন, কন্সট্রাকশন ও অন্যান্ন কাজে বিভিন্ন ডিসিপ্লিনের কর্মরত ব্যক্তিরা থাকেন। তাদের সবারই অগ্নি নিরাপত্তা বিষয়ক ধারনা বিল্ডিংটিকে অগ্নি নিরাপদ করে তুলে অকুপেন্টসদের সেফটি এবং হেলথ নিশ্চিত করে। অগ্নি দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য Fire Safety in Building Design কোর্স টি প্রফেশনালদের অগ্নি নিরাপত্তয় পারদর্শী করে তুলবে।
Fire Safety in Building Design কোর্সে জানতে পারবেন:
- অগ্নি দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারনা।
- ঢাকা ইমারত নির্মান বিধিমালা এর অগ্নি নিরাপত্তা বিষয়ক নিতিমালা।
- ইমারত নির্মান বিধিমালা মেনে অগ্নি নিরাপদ সিড়ি নির্মান ।
- অগ্নি নিরাপত্তায় কালার কোড এবং এর ব্যাবহার ।
- বিল্ডিং এর অগ্নি নিরাপত্তা সম্যক ভাবে জানা ।
- বিল্ডিং এর বিভিন্ন ফায়ার ফাইটিং সিস্টেম সম্পর্কে জানা ।
- অকুপেন্টসদের সেফটি এবং হেলথ।
- থ্রেট অথবা ভালনারবিলিটি মুল্যায়ন এবং রিস্ক মুল্যায়ন।
- অগ্নি প্রতিরোধী ইমারত নির্মান উপাদান এবং ইমারত নির্মান প্রক্রিয়া।
Fire Safety in Building Design কোর্সটি কাদের জন্যে প্রযোজ্য?
- ছাত্র ছাত্রী, সদ্য গ্র্যাজুয়েট, আর্কিটেক্ট, সিভিল ইন্জিনিয়ার, রিয়েল এস্টেট প্রফেসনাল, বিল্ডার, এন জি ও কর্মী।
- যারা অগ্নি নিরাপত্তা নিয়ে কাজ করছেন।
- রাজউক ড্রইং নিয়ে যারা কাজ করছেন।
**কোর্সটি সঠিকভাবে শিখতে হলে ভিডিও টিউটোরিয়াল দেখে সিড়ি ড্রইং আংশটি কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে।
কোর্সটিতে যা থাকছে:
- ২৮ টি ভিডিও লেকচার।
- কোর্স শেষে পরীক্ষা দেয়ার সুযোগ।
- পরীক্ষাতে পাশ হলে ডিজিটাল রেজাল্ট প্রাপ্তির সুযোগ।
- কোর্সের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ফোরামে আলোচনার সুযোগ।
- সার্টিফিকেট।
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 29
- Quizzes 1
- Duration 2 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 8
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
2 Comments
Relevant and much needed course for recent times.