নতুন কোন পণ্য বা চিন্তাধারাকে সবার সামনে তুলে ধরাকে প্রেজেন্টেশান বলে। বর্তমান সময়ে প্রেজেন্টেশানকে সুন্দর এবং শাবলিলভাবে তুলে ধরতে MS PowerPoint এর জুড়ি নেই। তবে MS PowerPoint তৈরি করতে প্রয়োজন বিশেষ কিছু কৌশল, যা অনেকেরই অজানা। ভাল করে প্রেজেন্টেশান তৈরি না করার ফলে অনেক ভাল প্রকল্পও বিনিয়োগকারীর কাছে বাতিল বলে গণ্য হয়, যা অনেক আর্থিক ক্ষতিসাধন করে। এই কোর্সে আমরা সেইসকল বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে একটি সুন্দর প্রেজেন্টেশান তৈরি করতে সহায়তা করবে এবং নিজেকে অনন্য করে তুলতে সহায়তা করবে। কোর্সটিতে একদম শুরু থেকে PowerPoint এর বিভিন্ন tool এর ব্যবহার এবং বিভিন্ন advanced tips এর মাদ্ধমে কি করে PowerPoint এর উপর আপনারা mastery অর্জন করতে পারবেন তা শিখানোর চেষ্টা করা হয়েছে। তাছাড়াও, কোর্সটিতে বেশ কিছু উপকারী রিসোর্সে শেয়ার করা হয়েছে যাতে আপনি কোর্সটি থেকে আরও বেশি উপকৃত হন এবং কোর্সটি শেষে রিসোর্সগুলো কাজে লাগাতে পারেন।
এই কোর্সটি কাদের জন্য?
খুব সহজ ভাষা ও বিবরণভিত্তিক হবার কারণে যে কেউ এই কোর্স করতে পারবে। তবে
- শিক্ষার্থী
- চাকুরীজীবী
- ব্যবসায়ী
- সেমিনার বক্তা
-রা এই কোর্সটা করলে লাভবান হবেন।
কোর্সটি করতে যা প্রয়োজন:
কোর্সটি করতে আপনার অবস্যই একটি PC এবং PC তে MS PowerPoint ইনস্টল করা থাকতে হবে যাতে শিখার সাথে সাথে আপনি প্রাকটিস করতে পারবেন যা আপনার শিক্ষাকে স্থায়ী এবং কার্যকর করবে। এই কোর্সটি ভিডিও ভিত্তিক হওয়ার কারণে আপনার একটি ভালো ইন্টারনেট কানেক্শনের প্রয়োজন হবে। এছাড়াও, জন্য আপনার অবশ্যই কম্পিউটার অপারেট করার বেসিক জ্ঞান থাকতে হবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- Typography নিয়ে বিস্তর আলোচনা।
- Color Palette নিয়ে উদাহরণসহ Real Life প্রোজেক্ট।
- কপিরাইটবিহীন ছবি ব্যবহারের নিয়ম এবং ছবি ডাউনলোড করার সর্বসেরা লিঙ্ক।
- Interactive PowerPoint টুল নিয়ে আলোচনা।
- কিভাবে বিনিয়োগকারীর পছন্দ অনুযায়ী PowerPoint Slide বানাতে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করতে হয় তার উপায় নিয়ে আলোচনা।
- প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে উদাহরণভিত্তিক হওয়ায় সঠিক পথনির্দেশনা পাওয়া।
- সম্পূর্ণ বাংলায় ভিডিও তাই বিষয়গুলো বুঝার নিশ্চয়তা।
- কোর্সের শেষে পরীক্ষা দেয়া ও সার্টিফিকেট অর্জন।
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 22
- Quizzes 1
- Duration 2.6 Hours
- Skill level All levels
- Language Bengali
- Students 0
- Certificate Yes
- Assessments Self
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
I understood this course.. thank you