Window and its elements
Lesson Transcript
গুগল সিটে লগ ইন করার জন্য প্রথমে যেকোন ব্রাউজারে গুগল সিট লিখে সার্চ করতে হবে এবং লগ ইন করতে হবে বা জিমেইলে লগ ইন করে গুগল অ্যাপ থেকে গুগল সিট এ লগ ইন করতে হবে। এরপর গুগল সিটের প্লাস আইকনে ক্লিক করলে একটি স্প্রেডসিট ওপেন হবে। তাছাড়া গুগল স্প্রেডসিটে অনেক ধরনের ডিফল্ট টেমপ্লট আছে। যেমন- এট্যান্ডেন্স সিট, গ্রেড বুক, এনালাইসিস্ট সিট ইত্যাদি। এখানে সরটিং এর কিছু অপশন আছে। সিট গুলোকে A-Z বা Z-A এলফাবেট অনুযায়ী সাজাতে পারবেন। এরপর ওপেন ফাইল পিকার থেকে সরাসরি ড্রাইভে যাওয়া সম্ভব। এবং মেইন মেনু থেকে গুগল ডক, স্লাইড বা ফর্মেও যাওয়া সম্ভব।
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
Thanks