Course Introduction
Course Transcript
আমরা প্রত্যেকটি মানুষ একে অন্যের থেকে আলাদা, জীব সত্তার দিক থেকে আমরা আলাদা হবার কারণে আমরা প্রত্যেকটি মানুষ ব্যক্তিত্বের দিকথেকেও আলাদা। মানুষ সৃষ্টির সেরা জীব তাই মানুষের মতো অন্যান্য প্রাণী বা জীবের মধ্যে আমরা ব্যক্তিত্ব এবং ব্যবহার বিধিতে এতো বৈচিত্র দেখতে পাই না। জীবন জীবিকার প্রয়োজনে আমাদের প্রতিদিন নতুন নতুন মানুষ এবং পরিবেশের সাথে খাপখাইয়ে নিতে হয়। এছাড়াও ক্যারিয়ারে সফল হতে চাইলেও কার্যকর communication মেইনটেইন করা আবশ্যক। একটি সুষ্ঠ communication স্ট্রাটেজি মেইনটেইন না করলে তা কখনোই সম্ভব নয়। তবে চারিত্রিক বৈশিষ্ঠের দিক থেকে আমরা প্রত্যেকটি মানুষ আলাদা এবং বৈচিত্রময় হবার কারণে আমরা অনেকেই সেই communication সুষ্ঠ ভাবে মেইনটেইন করে উঠতে পারিনা যা আমাদের success এর পথে অন্তরায়। আমরা আমাদের কর্ম জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই ,এর মধ্যে এমন কিছু সমস্যা আছে যা আমরা নিজেরাই সমাধান করতে পারি তবে এমন কিছু সমস্যা থাকে যা সমাধানের পথ আমরা বছর জুড়ে খুঁজে থাকি কিন্ত ultimate answer আমরা কখনোই পাই না। আমরা কেউ হয়তো অনেক কথা বলতে ভালোবাসি ,আবার কেউ হয়তো একদমই না ,আবার আমরা অনেকেই খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি পক্ষান্তরে কেউ আবার ওতো বেশি মিশতে পারে না। তাই আমাদের মধ্যে যেই মানুষ গুলো একটু কম কথা বলে ,নিজের মতো থাকতে ভালোবাসে এবং একইসাথে নিজের জগতে থাকতেই বেশি comfort feel করে এক কথায় বলতে গেলে আমরা এই মানুষ গুলোকে introvert বলে থাকি । এই কোর্সয়ে আমি foyjunnessa happy আলোচনা করবো কিভাবে একজন introvert হওয়া সত্বেও আপনি আপনার কর্ম ক্ষেত্রে communication মেইনটেইন করবেন ,ক্যারিয়ারে সফলতা অর্জন করবেন ,সকল দিক ম্যানেজ করে success এর দিকে এগিয়ে যাবেন এবং সকলে আপনার দক্ষতার প্রশংসা করবে ।….আসুন কোর্সটি শুরু করি
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
Okay