Love Yourself
Lesson Transcript
প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়াই। আয়নার সামনে আমরা যখন আমাদের প্রতিবিম্ব দেখতে পাই তখন আমাদের প্রকৃত রূপ আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের চেহারা ও Get-up এ যদি কোন এলোমেলো ভাব থাকে তখন আমরা চেষ্টা করি সেটা ঠিক করতে। অর্থাৎ আমাদের দিনের শুরুটাই হয় নিজেকে আয়নায় সামনে সুন্দর করে পরিপাটি করার মাধ্যমে কিন্তু আমরা যখন আমাদের কর্ম জীবনে প্রবেশ করি তখন আমরা অনেকেই নিজেদেরকে সুন্দর ভাবে অন্যের সামনে ফুটিয়ে তুলতে ব্যর্থ হই। এর ফলে অনেক সময় আমরা আমাদের কাংক্ষিত লক্ষ্যে পৌছাতে পারি না বা আমাদের কাজ গুলো আমাদের মনের মত করে শেষ করতে পারি না। অতঃপর আমরা বিষন্ন ও হতাশ হয়ে পড়ি। আমরা হাল ছেড়ে দেই ও জীবনের প্রতি আমাদের মায়াও একটি সময় কমতে শুরু করে ও আমরা তখন নানান রকম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু আমরা বুঝে ওঠার চেষ্টা করি না যে জীবনটা কত সুন্দর। কত কিছুই না আমাদের করার আছে এবং সেটা আমাদের দ্বারা সম্ভব যদি আমরা আরো বেশী করে পরিশ্রমী ও উদ্যোমী হই।
আমরা সবাই রবার্ট ব্রুসের গল্প জানি যিনি বার বার যুদ্ধে হারার পরেও কখনো মনোবল হা্রাননি ও প্রতিবার পূর্ণ উদ্যোমে লড়ায়ের ময়দানে ফিরে গেছে্ন এবং তার দীর্ঘ চেষ্টার পর অবশেষে জয় অর্জন করতে পেরেছেন। মানুষের জীবনটাও ঠিক এমনই। মানুষ বার বার হারবে কিন্তু এই ব্যর্থতার মধ্যেই রয়েছে পরবর্তী জয়ের হাতছানী। আমরা যদি আমাদের ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের জীবনের Journeyটি উপলব্ধী করার চেষ্টা করি তবে আমরা দেখবো, আমরা জন্মের পরে কেউ হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, নিজে নিজে খেতে পারতাম না। অতঃপর আমাদের বাবা মায়ের সহায়তায় আমরা এই সব প্রতিবন্ধকতা পার করে শৈশব, কৈশোর শেষ করে এখন যৌবনে পদার্পণ করেছি। এখনও আমাদের জীবনের Journey শেষ হয়ে যায়নি বরং আসল যুদ্ধ এখনো বাকি আছে। জীবনে একজন সফল মানুষ হবার যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হতে হলে আগে জীবনকে ভালবাসতে হবে। হতাশ না হয়ে পরিশ্রমের দ্বারা জীবনের সকল বাধা বিপত্তি দূর করতে হবে।
4 Comments
I love myself
I always love myself
I love the way you describe every tiny point. Feeling interested 💕💕
Thank you so much for your motivation speech