Course Introduction
Lesson Transcript
আপনি যদি একজন সংগীত শিল্পী কিংবা কনটেন্ট ক্রিয়েটর বা সাউন্ড নিয়ে কাজ করে থাকেন কিংবা করতে চাচ্ছেন তাহলে আউটপুট হিসেবে অবশ্যই আপনি প্রফেশনাল ভয়েজ চাইবেন। এই প্রফেশনাল ভয়েস একমাত্র ভয়েস এডিটিং সফটওয়্যারের মাধ্যমেই করা সম্ভব। বর্তমানে অনলাইনে বেশকিছু ফ্রি এবং পেইড অডিও এডিটিং সফটওয়্যার থাকলেও ব্যবহারে সহজ এবং পাওয়ারফুল ভয়েস বা অডিও রেকর্ডিং কম্পিউটার সফটওয়্যার বলতে সবার প্রথমে নাম আসে Audacit -র। এর ইন্টারফেস থেকে শুরু করে যাবতীয় ফিচারস খুবই সহজ এবং কার্যকরী। আপনি খুব সহজেই নিজের ভয়েস রেকর্ড করে এর মাধ্যমে এডিট করে নিতে পারবেন। সাউন্ড রেকর্ডিং এর পাশাপাশি অডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে Audacity হল সেরা এবং সব থেকে আদর্শ একটি সফটওয়্যার।
Audacity হচ্ছে ফ্রী ডিজিটাল অডিও এডিটিং সফটওয়্যার। যার মাধ্যমে আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনার রেকর্ডিং বা সাউন্ড সম্পর্কিত কাজ এবং সেইগুলো বিভিন্ন ইফেন্ট ব্যবহার করে প্রফেশনাল ভয়েস ক্লিপ তৈরী করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যেকোন গান কিংবা ভয়েস রেকর্ড এডিটিং করতে পারবেন। রেকর্ডিং এর সময় অডিও এর প্রতিটি জায়গা আপনি ম্যানুপুলেট করতে পারবেন আপনার ইচ্ছা মত। টিউমেন্টারি ভিডিও বানানোর জন্য আপনার সাউন্ড রেকর্ডিং এবং সাউন্ড এডিটিং এর জন্য এই সফটওয়্যার হবে আপনার বেশ কাজের। এটি একটি ডেডিকেটেড সফটওয়্যার যেখানে আপনি আনলিমিটেড ট্র্যাক এডিটিং করতে পারবেন। আপনার মিউজিকে আকর্ষণীয় জন্য এখনে পাবেন শতাধিক সাউন্ড ইফেক্ট।
Audacity এর সাহায্যে ইকুয়ালাইজ, এমপ্লিফাই, নয়েজ রিমোভ, ক্রসফেড, মাল্টিট্যাক, লুপ ম্যানেজ, বিট ক্রিয়েট, ট্র্যাক মিক্স, ভয়েজ চেইঞ্জ সহ বেশ কিছু ইফেক্ট ব্যবহার করে খুব সহজেই অডিওকে দারুন একটি ক্লিপে Export করতে পারবেন। এই কোর্স এ আমি এইগুলো ছাড়াও মিউজিক প্রোডাকশন সহ আরো বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আশা করছি, এই কোর্সটি করলে Audacity সম্পর্কে আপনাদের আর কোন কনফিউশন থাকবে না এবং আপনি নিজেই অভিজ্ঞতা অর্জন করে প্রফেশনাল অডিও বানাতে পারবেন।
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
Audio clips of the video is too much distorted