Course Introduction
Lesson Transcript
ফুলটাইম, রিমোট জব – একটা নতুন ধারা সৃষ্টি করবে অচিরেই। রিমোট জব হচ্ছে “দূরবর্তী কাজ” অর্থাৎ এমন একটি চাকরি, যেটা অফিসের কাজের জন্য বাসার বাহিরে না গিয়ে বরং বাসাই বসে অফিসিয়াল কাজ সম্পন্ন করা যায়। রেগুলার কাজের চেয়ে ফুলটাইম রিমোট জব অনেক বেশি স্বস্তির।
সারা বিশ্বে এখন তথ্যপ্রযু্ক্তির বিপ্লব চলছে। তথ্যপ্রযুক্তির বিপ্লবের কারণে দেশে এবং বিদেশে প্রচুর চাকরির বাজার তৈরি হয়েছে। আর এ বাজার ধরতে পারলে বাংলাদেশ এ খাত থেকে সর্বোচ্চ আয় করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিমোট জব বাংলাদেশের তরুণদের সামনে তথ্যপ্রযুক্তির বিপ্লব একটি দুয়ার খুলে দিয়েছে। দেশীয় বাজারে কাজ করার মাধ্যমে দক্ষ ও যোগ্য জনশক্তি হয়ে তারা ইউরোপ-আমেরিকাসহ উন্নত দেশগুলোতে রিমোট জবের মাধ্যমে কাজ করতে পারবে।
এই কোর্সে রিমোট জব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোর্সে রয়েছে, রিমোট জব কি?, কিভাবে করতে হয়, এর সুবিধা, কিভাবে রিমোট জব পাওয়া সম্ভব, রিমোট জব করতে কি কি স্কিলের প্রয়োজন, কিভাবে রিমোট জব এর জন্য এপ্লাই করতে হয়, বর্তমানে রিমোট জব এর ডিমান্ড, কোভিড পরবর্তী সময়েও রিমোট জবের চাহিদা, প্রোগ্রামিং ও সেলস সেক্টরে চাহিদা, প্রয়োজনীয় ডিভাইস ও পরিবেশ নিয়ে বিস্তর লেসন। সেই সাথে থাকছে, রিমোট জবের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস ও টেকনোলোজি সম্পর্কে পূরনাঙ্গ ধারণা। যেখানে, ভার্চুয়াল মিটিং, প্রজেক্ট ও ফাইল ম্যানাজমেন্ট, কমিউনিকেশন, স্কিন রেকর্ড সহ বেশ কিছু টুলস ও টেকনোলোজি নিয়ে আলোচনা করা হয়েছে।
রিমোট জব বর্তমানে খুজে বের করে কাজ করা সহজ। ধরুন আপনি এসইও নিয়ে জব করতে চান। রিমোট জব সারকুলার রিলেটেড সাইটে এসইও জবগুলো সার্চ করে জব ডেসক্রিপশন ভালো করে পড়ুন। কোনটা আপনি জানেন না মনে হয়? সেটা শিখে ফেলুন। যখন শেখা শেষ হবে, তখন অনেক কনফিডেন্ট ফিল করবেন আপনি। তখন জব পাওয়া অপেক্ষাকৃত সহজ হবে। সুতরাং, রিমোট জবের জন্য তাড়াহুড়া নয়, নিজেকে চিনুন এবং তৈরি করুন। দেখবেন খুব কম সময়ে আপনিও অন্যদের মতো রিমোট জবে দক্ষ হয়ে বেশ ভালো মানের আয় করতে পারছেন।
সর্বোপরি, আপনি এই কোর্সে সফল হয়েছেন কিনা সেটি নিজেই নিশ্চিত করতে পারবেন এবং সেই সাথে পাবেন একটি মূল্যবান সার্টিফিকেট।
Leave A Reply
You must be logged in to post a comment.
4 Comments
Very informative course.
Ekdom falltu course . ER moddhe kichui nai. Onek chapter e totally kisu nai. AR ghure phire eki Kotha bolse. Keu kinben na.
Many thanks for reporting the issue. We have notified the instructor. He will get back to resolve the issue and update the course soon.
Dear Touhidulislam,
Thank you for your feedback.
There was indeed a technical issue earlier with Unit 06: Remote Job Tools & Technology for Productive Employees, where 8 important course videos were missing. I’m happy to inform you that the issue has now been resolved, and all the content is live and available to watch.
Additionally, I’ll be adding some new and valuable lessons very soon to make the course even more helpful for everyone.