Course Introduction
Lesson Transcript
আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এই কোর্সের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। ‘না’ বলা কাজটি পৃথিবীতে বরাবরই কঠিন। তবে আগামীতে না বলতে গিয়ে নিশ্চয়ই আমরা ঘাবড়ে যাবো না সেই প্রত্যাশায় আমাদের এই কোর্স। আরেকটি বিষয় হলো, প্রস্তাব দেওয়া। যে কোনো প্রস্তাব। প্রস্তাব কত রকম হতে পারে তা আমরা ইদানিং দেখতে পাই। তবে প্রস্তাব দিলেই যে পাশ হয়ে যাবে বা সফল হবেন তার কোনো নিশ্চয়তা নেই। সেখানেও আপনাকে না শুনতে হতে পারে। শুধু আপনি বলবেন “না” তা তো হবে না। যে কারনে না শব্দটিকে হজম করা এবং ‘না’ শব্দটিকে বলা সঠিক ভাবে বলা সেটা শব্দ করে হোক নীরবে হোক না বোঝানো এবং ‘না’ কে ধারণ করা দুটোই খুব গুরুত্বপূর্ণ কাজ। আশা করি প্রত্যেকটি লেসনের ভেতর দিয়ে আমরা সেই জায়গাটায় পৌঁছাব। যখন না বলতে পারা এবং না হজম করা দুটো কাজই আমাদের জন্য সহজ হয়ে যাবে। অবশ্যই যদি কোনো প্রপোজালে আমরা সফল হই তার আনন্দ তো আমরা উপভোগ করবই । সবশেষে একটা পরীক্ষার মত থাকবে। তবে একে কেউ পাশ ফেল হিসেবে এটা দেখবেন না। দেখবেন শুধুমাত্র নিজেকে যাচাই করা বা ভবিষ্যতে আরও গভীরভাবে উপলব্ধি করার প্রচেষ্টা হিসেবে।
Leave A Reply
You must be logged in to post a comment.
9 Comments
The course is excellent!
This course seems fun.
Very unique course sir.
The website is very slow
Hi, many thanks for your feedback! We have worked it out. You should now be able to navigate the site and its content much faster.
Totally new concept for students for their day to day life.
An awesome course.
new concept
Well