Concept of Liberal Values
Lesson Transcript
লিবারেল ভ্যালু বা উদার দৃষ্টিভঙ্গি ধারণার সঙ্গে লিবারেলিজমের (Liberalism) ধারণা সম্পর্কযুক্ত। লিবারেলিজম বা উদারবাদ মূলত একটি আদর্শ। এই আদর্শে বিশ্বাসীরা ব্যক্তি ও সমাজের স্বাধীনতার প্রতি দায়েবোধ করেন। লিবারেল (Liberal) শব্দটি মূলত ল্যাটিন লিবার্টি (Liberty) থেকে এসেছে। যার সঙ্গেও মুক্ত বা স্বাধীন ধারণা জড়িত। উনিশ শতকের পূর্বে শব্দটি সহনশীলতা অর্থে ব্যবহৃত হতো। উদার দৃষ্টিভঙ্গি মূলত সমাজস্থ একজন মানুষকে ‘সর্বোচ্চ সম্ভাব্য স্বাধীনতা’ (Maximum Possible Freedom) দেওয়ার পক্ষে অবস্থান নেয়। একইসঙ্গে উদার দৃষ্টিভঙ্গি সমতা ও ন্যয্যতার ধারণা নিয়েও কাজ করে।