Introduction
Lesson Transcript
আমরা সবে মাত্র ওয়ার্ল্ড changing movement এর শুরুর পর্যায়ে আছি। যা কয়েক বছরের মধ্যে না হলেও পরবর্তী দশকগুলিতে ত্বরান্বিত হবে। এর অগ্রগতি উর্দ্ধগামী এবং ক্ষমতা অসীম। আপনারা বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি আর্টিফিশিয়াল intelligence. কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্রমবর্ধমান ডেভেলপমেন্টে ভেসে যাচ্ছে সব কিছু। প্রতিদিন আসছে নিত্যনতুন বিস্ময়। বড় বড় কোম্পানি গুলো এখন দ্বিগুন হারে AI ব্যবহার করছে। ভবিষ্যতে এমন কাজ করতে AI ব্যবহার হবে যা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। এই যে এখন ইন্টারনেটের এত availability সবার হাতে হাতে ইন্টারনেটে এই বিষয়টিও কিন্তু কয়েক দশক আগে কেউ কল্পনা করতে পারেনি। আপনি কি কখনো ভেবেছিলেন AI আপনার voice ক্লোন করে স্ক্রিপ্ট দিলে পরবর্তীতে আপনার মতো করেই readout করে দিবে? টপিক মেনশন করে দিলে স্ক্রিপ্ট লিখে দিবে ? আপনার অর্ডার অনুযায়ী পিকচার জেনারেট করে দিবে? গ্রাফিক্স ডিসাইন এ এক্সপার্ট না হয়েও আপনি প্রফেশনালি গ্রাফিক্স ডিসাইন করতে পারবেন ? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু সত্য। AI এই সব কিছু বাস্তবে পরিণত করেছে। বলা হচ্ছে AI এর রেপিড ডেভেলপমেন্ট মানুষের জন্য হুমকি স্বরূপ। সময় বাঁচাবে, manpower সেভ হবে ফলে অনেক মানুষ জব হারাবে। আপনি যদি নিজেকে AI এক্সপার্ট করতে চান এবং এই স্কিল এর উপর based করে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। most importantly,, AI আমাদেরকে প্যাসিভ ইনকাম ক্রিয়েটর হওয়ার ক্ষমতা দেবে। এই কোর্সটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে passively অর্থ উপার্জনের জন্য উপলব্ধ বর্তমান পদ্ধতিগুলির উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। CHATGPT, Mid journey, Dall-e, Canva, Clipchamp , Murf এমন আরো বেশ কিছু AI টুলস এর ব্যবহার দেখবো। কোর্স জুড়ে বিভিন্ন AI tools এর ব্যবহার, prospect, ইনকাম স্ট্রিম বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই AI tools গুলো কিভাবে use করবেন তা প্রাক্টিক্যাললি দেখানো হয়েছে। এছাড়াও আপনি business, অটোমেশন, প্রোডাক্ট development এ কিভাবে AI ইমপ্লিমেন্ট করবেন এই সকল বিষয় এখানে আলোচনায় রাখা হয়েছে। এই revolution এর যুগে নিজের স্কিল এর ডেভেলপমেন্টের জন্য এই কোর্সটি হতে পারে আপনার বেটার অপসন AI এর out bust এর সাথে নিজেকে adjust করতে না পারলে আপনি পিছিয়ে পড়বেন যা হয়তো ৬ মাস বা ১ বছর পরে এই লেভেলে সম্ভবনয় কারণ ততো দিনে AI আরও এগিয়ে যাবে। একদিকে যেমন jobless এর সম্ভাবনা নিয়ে আসছে অন্য দিকে খুলে যাচ্ছে নানা সম্ভাবনার দুয়ার যা পুঁজি করে আপনি বেটার ইনকাম স্ট্রিম জেনারেট করতে পারবেন।
Leave A Reply
You must be logged in to post a comment.

1 Comment
Its Motivating