Course Introduction
Lesson Transcript:
Clipchamp একটি অনলাইন ভিডিও এডিটিং টুল যা মাইক্রোসফ্ট তৈরি করেছে। Clipchamp user friendly video editing প্ল্যাটফর্ম যা ফ্রিতে এক্সেস করা যায় এবং এটির সাহায্যে চাইলে প্রোফেশনাল ভিডিও তৈরি করাও সম্ভব। প্ল্যাটফর্মটি সহজেই যেকেউ যেন অ্যাক্সেস করে ভিডিও এডিট করতে পারে সেই চিন্তা করেই ডিজাইন করা হয়েছে। পূর্বে ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা নেই এমন যেকেউ চাইলে সহজেই এই সাইটে প্রবেশ করে ভিডিও এডিটি করে নিতে পারবে। আপনি যদি সহজেই ভিডিও এডিট করা শিখতে চান কিংবা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য।
ক্লিপচ্যাম্পের এই কোর্সে স্বাগতম! আমি Hrithik Mojumdar, GoEdu এর সাথে Clipchamp নিয়ে ঠিক এমনি একটি কোর্স একত্রিত করেছি যাতে আপনি খুব সহজেই এডিটিং স্কিল না থাকলেও কোনো প্রকারের সফটওয়্যার ইনস্টল ছাড়াই ভিডিও এডিটিং করে নিতে পারেন এবং এডিটিং এর বেসিক বিষয় গুলো সম্পর্কে বেশ কিছু ধারণা আয়ত্ত করতে পারবেন।
এই কোর্সে, আপনি ধাপে ধাপে Clipchamp এর সাহায্যে ভিডিও এডিটিং এর কৌশলগুলো শিখবেন, যা আপনি এখনই বাস্তবায়ন করতে পারবেন। এই কোর্সে আপনি শিখবেন কিভাবে ভিডিও ট্রিম, ক্রপ এবং রিসাইজ করতে হয়, কিভাবে Clipchamp এ মিউজিক এবং সাউন্ড ইফেক্ট যোগ করতে হয়, গ্রিন ইফেক্টের ব্যবহার, ভিডিও থেকে অডিও ক্লিপ সেপারেট এবং ফ্রিতে ওয়েবক্যাম সহ স্কিন রেকর্ড কিভাবে করতে হয় সেই সব বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত হাতে কলমে দেখিয়ে দেয়া হবে।
ক্লিপচ্যাম্পে রয়েছে অসংখ্য ফ্রি রিসোর্স এবং রয়েছে দুর্দান্ত ভিডিও টেমপ্লেট। ফলে আপনি হালকা ক্রিয়েটিভিটি দেখিয়ে কাস্টমাইজ করেই বানিয়ে ফেলতে পারবেন যেকোনো প্রমোশনাল ভিডিও, টিউটোরিয়াল ভিডিও সহ আরও অনেক কিছু। Clipchamp ভিডিও এডিটিং এর কাজকে অনেকটা সহজ করে তুলেছে। এর সাহায্যে এখন যেকেউ ভিডিও এডিট করে নিতে পারবে। তবে, হালকা কিছু ট্রিক্স এবং টিপস এবং সবগুলো ফিচারের ব্যবহার সঠিক উপায়ে করতে পারলে বাকিদের তুলনায় আপনার ভিডিও এডিটিং আউটপুট হবে প্রোফেশনাল। মূলত, সবগুলো ফিচার এবং এইসবের ব্যবহার সম্পর্কে ধারণা দিতেই এই কোর্স।
সর্বোপরি, আপনি এই কোর্সে সফল হয়েছেন কিনা সেটি নিজেই নিশ্চিত করতে পারবেন এবং সেই সাথে পাবেন একটি মূল্যবান সার্টিফিকেট। তাহলে আর দেরী কিসের? এখনি এনরোল করে নিন। দেখা হচ্ছে কোর্সে।
ধন্যবাদ।