Course Introduction
Lesson Transcript
বর্তমান যুগটাকে কম্পিউটারের যুগ বলা হয়ে থাকে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের যেকোনো কাজ করতে কম্পিউটারের স্মরনাপণ্য হই। যে কোনো ধরনের ডকুমেন্টস বানানোর ক্ষেত্রে বা বিভিন্ন ফরমেটে লেখা তৈরি করতে কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ software গুলোর মধ্যে একটি হলো MS Word. আমরা মূলত যাবতীয় সব গুরুত্বপূর্ণ লেখালেখি গুলো MS Word দিয়েই করে থাকি। এছাড়াও কোনো বই, গল্প, রিপোর্ট, পেপার বা সিভি লেখার ক্ষেত্রে MS Word এর প্রয়োজন অপরিহার্য।
ধরুন আপনি এমন একজন ব্যবসায়ি যার প্রতিদিন অনেক কাগজপত্র ছাপানোর প্রয়োজন হয়। তাহলে আপনাকে অবশ্যই লেখাগুলো লেখার জন্য MS Word এর সাহায্য নিতে হবে। কারণ কোনো একটি লেখা সুন্দর এবং আকর্ষনীয় ভাবে উপস্থাপন করার জন্য বা নিদিষ্ট একটি ফরমেটে সজাতে হলে বা কোনো লেখা খুব সুন্দর করে ডিজাইন করতে চাইলে MS Word ব্যবহার করতেই হবে। MS Word মূলত এই সব কারণেই ব্যবহার করা হয়।
Ms Office আবিষ্কারের প্রথম দিকে ডেস্কটপ প্রসেসিং সফ্টওয়্যারগুলো খুব কম্পেক্স ছিল। বেশিরভাগ প্রোগ্রামের ডকুমেন্টগুলোর বিষয়বস্তুকে এর ফর্মেটিং দেখে আলাদা করে, যা ডকুমেন্ট তৈরিকে একটি দ্বি-পদক্ষেপ প্রক্রিয়া করে তোলে। টেক্সট প্রসেসিং এবং ফরম্যাটিং একত্রিত করার জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড প্রথম প্রোগ্রামগুলির মধ্যে একটি ছিল এবং এর প্রথম দিকের জনপ্রিয়তা আজও টিকে আছে।
আপনি চাইলেই Ms word এ একটি বই, টেক্সট ফাইল বা পিডিএফ ফাইল হিসেবে যা ইচ্ছা লিখতে পরবেন। ছবি, চার্ট হতে শুরু করে প্রয়োজনীয় সব কিছু add করতে পারবেন। dynamic অথবা statistic ধরনের ছবিও add করতে পারবেন, যেকেনো নাম দিয়ে ফাইলটি সেইভ করতে পারবেন এবং দরকার হলে তা প্রিন্টও করতে পারবেন। তাছাড়া Ms Word এর যে কোনো ফরমেটের ফাইল ইমেইল, পেন ড্রাইব বা মোবাইলের মাধ্যমে ট্রান্সফর করতে পারবেন।
আমাদের এই কোর্সে Ms word এর বেশ কয়েকটি টুল সম্পর্কে জানবো। এর মধ্যে 3D modeling, auto save, chart, etc. এই কোর্সটি সঠিক ভাবে সম্পন্ন করতে পারলে আপনি Ms Word এর একজন বস হিসেবে ধরে নিতে পরবেন।