Introduction
Lecture Transcript:
সংবাদ মাধ্যম থেকে আমাদের শিক্ষা
গ্রাজুয়েশনের পর একটি ছেলের বা একটি মেয়ের অনেক রকম Career Plan থাকে। কেউ চায় একটি ভাল কোম্পানীতে চাকরী পেতে, আবার কেউ চায় নিজে কিছু করতে। যারা নিজে থেকেই কিছু করতে চায় অর্থাৎ যারা উদ্যোক্তা হতে চায় এবং পাশাপাশি যারা অন্যান্য পেশায় নিজেদের Career গড়তে চায় তারা অনেকেই বুঝতে পারে না কিভাবে তারা তাদের পথ চলা শুরু করবে। অধিকাংশ তরুণ গ্রাজুয়েটদের জন্য এটি একটি common প্রশ্ন যার উত্তর তারা খুঁজে চলেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই উত্তর কিন্তু আমাদের আশেপাশেই লুকিয়ে আছে। আমার কথা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি। আমাদের আশে পাশে সকল ছোটখাট বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে Career Development এর হরেক রকম উপকরণ আর ঠিক তেমনি একটি বিষয় হলো সংবাদ মাধ্যম।
আমরা মনে করি সংবাদ মাধ্যম বলতে বোঝায় Printed সংবাদপত্র এবং এখানে শুধু মাত্র সংবাদ লেখা ও পড়া হয়। কিন্তু এই ধারণাটি ভুল। এখনকার এই আধুনিক বিশ্বে সংবাদ মাধ্যমের সংজ্ঞাটি অনেক বিস্তারিত। এখন সংবাদ মাধ্যম বলতে শুধু মাত্র Printed সংবাদপত্রই বোঝায় না বরং অনলাইন Media গুলোও এর সাথে সম্পর্কিত। এখন যুগটা হচ্ছে অনলাইনের। এখন অনলাইনে বসেই বিভিন্ন News Portal এর মাধ্যমে দেশ বিদেশের সকল খবর এক নিমিষেই পাওয়া আর এই অনলাইন News Portal গুলোর উৎপত্তি কিন্তু Printed সংবাদপত্র থেকেই। একটি সংবাদ মাধ্যম সেটি Printed বা অনলাইন যেটাই হোক, সেখানে বিভিন্ন রকম Topic ও Category থাকে যেমন Headline, Article, Photo, Advertisement, Editorial, Weather, Horoscope, Entertainment ইত্যাদী। এগুলো আমরা প্রতিদিনই পড়ে থাকি কিন্তু আমরা কখনো গভীর ভাবে ভেবে দেখি না যে এই সামান্য বিষয় গুলোও আমাদের Personal ও Professional Life গড়ে তুলতে কতটা ভূমিকা রাখতে পারে। এই বিষয় গুলো থেকে আমরা আমাদের জীবনে যে শিক্ষা গুলো নিতে পারি তা হলো, Presentation Skill, Creativity, Photography, Advertisement Making, Marketing Strategy, English Language Learning, Literature Practice, Reading Practice, Cultural Development, General Knowledge, Educational Knowledge ইত্যাদী। এ রকম অসংখ্য বিষয় আছে যা অনায়াসেই একটি সংবাদ মাধ্যম থেকে শেখা যায় যদি পাঠক একটু চোখ কান খোলা রাখে এবং তার যদি শেখার মন মানসিকতা থাকে।
একজন ব্যবসায়ীর জন্য সংবাদ মাধ্যমে রয়েছে Marketing Plan, Share Market, Supply Chain ইত্যাদী। যে Creativity পছন্দ করে তার জন্য এখানে রয়েছে Article, Design, Photography, Advertisement ইত্যাদী। ছাত্রদের জন্য রয়েছে পড়াশোনার পাতা, সদ্য Graduate দের জন্য রয়েছে চাকরীর পাতা, উদ্যোক্তাদের জন্য রয়েছে ব্যবসা পরিকল্পনা, মহিলাদের জন্য রয়েছে রান্না-বান্না ও ফ্যাশন, তরুণদের জন্য রয়েছে খেলাধুলা ও বিনোদন, লেখকদের জন্য রয়েছে সম্পাদকীয়, ছোটদের জন্য রয়েছে কমিক ও কার্টুন ইত্যাদী আর যারা নিয়মিত পাঠক তাদের জন্য সারা দেশ ও বিশ্বে সকল প্রকার খবর তো আছেই। অর্থাৎ একটি সমাজে যত স্তরের, যত মন-মানসিকতা এবং চাহিদার মানুষ বসবাস করে তাদের সকলের জন্য কিছু না কিছু উপকারী পাওয়া যাবেই একটি সংবাদ মাধ্যম থেকে।
একটি সংবাদ মাধ্যমের সব থেকে বড় শক্তি হচ্ছে এর খবরের বিশুদ্ধতা। যে সংবাদ মাধ্যমের খবরের বিশুদ্ধতা সব থেকে বেশী সেই সংবাদ মাধ্যমটি সাধারন মানুষের নিকট সব থেকে বেশী জনপ্রিয় যার কারণে বাজারে দেখা যায় শত শত সংবাদ মাধ্যমের ভিড়ে মানুষের চোখ কিন্তু সব সময় একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমকেই খোঁজে। সব মিলিয়ে একটি সংবাদ মাধ্যমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অন্যান্য যে কোন মাধ্যম থেকে যেকোন মানুষের নিকট অপরিসীম। কেউ যদি সংবাদ মাধ্যম থেকে পাওয়া শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগাতে পারে তবে সে একজন চাকরীজীবি হোক কিংবা উদ্যোক্তা, যেকোন পেশাতেই তার সফলতা নিশ্চিত।
Download Transcript
Leave A Reply
You must be logged in to post a comment.
13 Comments
I cannot play the video!
Hello! Thanks for reaching out. Please make sure your browser is updated. Also, try clearing the browser cache and refresh the browser. If the problem persists, please send an email to goedu@skill.jobs.
Excellent introduction this is.
Just excellent learning platform and wonderful teaching capacity. Thank you honorable sir.
Excellent. It is easy learning platform.
And good learning system for all. Thank you for you motivation speech.
Thank you for you speech.
extra ordinary and very informative, thank u so much sir!
Excellent Learning Platform
great course
I have started learning this course for a better career.
Great
great
Great