Course Introduction
Lesson Transcript
এই যুগে অনলাইন বিজনেস মানেই হচ্ছে ফেইসবুক মার্কেটিং। সবাই ফেইসবুকে পেইজ খুলে বিজনেস করছে কিন্তু এক সময় দেখা যায় তারা দীর্ঘ সময়ে ধরে ঠিকে থাকে না। কারণ, তাদের ফেইসবুক মার্কেটিং নিয়ে কোনো ধারনা নেই।
ফেইসবুক মার্কেটিং হচ্ছে এই যুগে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটিং সাইট। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষ ফেইসবুক ব্যবহার করে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো ফেইসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে এবং কি কি প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা জানিয়ে দেয়। এই প্রোডাক্ট বা সার্ভিস সমূহ বিক্রেতার কাছে ফেইসবুক এর মাধ্যমে পৌঁছানোকে ফেইসবুক মার্কেটিং বলে।
বুস্টিং হচ্ছে ফেইসবুক পেইজের মাধ্যমে কোন পোস্ট কে পেইড প্রমোশন করা। ধরুন, আপনি একটি পোস্ট করলেন ফেইসবুকে এখন, ফেইসবুক’কে বলে দিলেন যে এতো টাকায়, এতো দিনের জন্য, এই এই এলাকায় এবং এতো সময় ধরে মানুষের কাছে অ্যাডটি দেখাতে ও জানাতে। আপনি যেটা করেছেন ফেইসবুক ঠিক সেটাই করবে।
ফেইসবুক মার্কেটিং কেন প্রয়োজন:
- একটি বিজনেসকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে ফেইসবুক মার্কেটিং করা প্রয়োজন।
- বিশ্বাসযোগ্যতা অর্জনে বুস্টিং নয় মার্কেটিং প্ল্যান প্রয়োজন।
- বিজনেসকে অর্গানিকভাবে মানুষের কাছে ছড়িয়ে দেয়া যায়।
- কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
- পেইজের ফলোয়ারদের এক্টিভিটি বুঝে অফার দেয়া যায়।
এফ-কমার্স হচ্ছে ইলেক্ট্রনিক্স কমার্সের একটি অন্যতম অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ফেইসবুক ব্যবহার করে পন্য বা সেবা ক্রয় বিক্রয় এবং প্রচার করাই হচ্ছে এফ-কমার্স। বর্তমানে ফেইসবুকের জনপ্রিয়তা অনেক বেশি তাই, সবাই ফেইসবুক বিজনেসের দিকে ধাবিত হচ্ছে। পন্য বা সেবা ক্রয় বিক্রয় এবং প্রচারের জন্য অতন্ত সহজ ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে এফ-কমার্স।
কাস্টম অডিয়ান্স হচ্ছে ফেইসবুকের একটা আ্যড টার্গেটিং অপশন যেটার মাধ্যমে বর্তমান অডিয়ান্সকে খুঁজে পাওয়া যায়। যারা আপনার বিজনেসের ব্যাপারে আগে থেকেই কিছু জানে এবং ফেইসবুকে একটিভ থাকে। কাস্টম অডিয়ান্স তৈরির জন্য বিভিন্ন উৎস ব্যবহার করা হয়ে থাকে যেমন- অনলাইন উৎস হতে পারে, অফ-লাইন উৎস হতে পারে। একটা আ্যড অ্যাকাউন্টের অধীনে মিনিমাম ৫০০ টা পর্যন্ত কাস্টম অডিয়ান্স তৈরি করা যায়।
লুক লাইক অডিয়েন্স হচ্ছে নতুন গ্রাহকদের টার্গেট করার একটি উপায়। লুক লাইক অডিয়েন্স একটি ডেটা টুল যা আপনাকে নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ দেয় এবং সেরা গ্রাহকদের মতো লোকদের খুঁজে বের করার মাধ্যমে।
রিচ হচ্ছে কিন্তু সেল কেন হচ্ছে না, রিচ মানে তো হচ্ছে আপনার অ্যাড মানুষজন দেখছে। সেল না হবার পিছনে কয়েকটি কারন থাকতে পারে
- পোস্টের মান ভালো নয়
- ডেলিভারি সময়মত করা হচ্ছে না
- আফটার সেলস সার্ভিস ভালো নয়
- কাস্টমার কেয়ার সার্ভিস ভালো মানের নয়
- রিটার্ন পলিসি অসন্তোষজনক
- আপনার অ্যাড ভুল জায়গায়, ভুল মানুষের কাছে রিচ হচ্ছে
এই কোর্সের মাধ্যমে অডিয়ান্সরা ফেইসবুক মার্কেটিং নিয়ে সবকিছু জানতে পারবে এবং শিখতে পারবে। যারা ফেইসবুকে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের আর ফেইসবুক মার্কেটিং নিয়ে সংশয় থাকবে না এবং নিশ্চিতে ফেইসবুকে বিজনেস শুরু করতে পারবেন।
Leave A Reply
You must be logged in to post a comment.
3 Comments
Nice
Nice intro
nice