What is Affiliate Marketing
Lesson Transcript
Affiliate marketing এমন মাধ্যম যার দ্বারা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট, অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইন কিনতে পাওয়া যেকোনো জিনিস, ব্যক্তি নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট করে আয় করতে পারে। এটির মাধ্যমে ব্যক্তি যেকোনো অনলাইন প্রোডাক্ট বা জিনিস অন্যদের কেনার জন্য আগ্রহ করে এবং প্রমোট করা প্রোডাক্টটি যখন কেউ কিনে তখন সেই পণ্যের বিক্রির পরিবর্তে কোম্পানি থেকে কিছু টাকা কমিশন হিসেবে দেয়া হয়।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার জন্য বা এর লাভ নেয়ার জন্য আপনাদের একটি “ব্লগ“, “ইউটিউবের চ্যানেল” বা “ওয়েবসাইটের” প্রয়োজন হবে। যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও থেকে থাকে তাহলে অনলাইন থেকে ইনকামের মাধ্যমগুলোর মধ্যে এফিলিয়েট মার্কেটিংই আপনার জন্য সেরা হতে পারে।
এফিলিয়েট মার্কেটিং হলো অনলাইন ইনকাম করার এক আধুনিক এবং লাভজনক উপায় যেটা ব্যবহার করে ব্লগার এবং ইউটিউবাররা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট গুলোকে নিজেদের প্লাটফর্মে প্রচার ইনকাম করে থাকে। নিজের ব্লগ, ভিডিও, সোস্যাল মিডিয়া পেইজের এর মধ্যে কোম্পানির প্রোডাক্ট গুলো প্রচার বা মার্কেটিং করার ফলে, যদি কোনো ব্যক্তি সেখান থেকে সেই প্রোডাক্ট বা সার্ভিস টিকে কিনে নেয়, তাহলে, কোম্পানি কিছু কমিশন প্রদান করে থাকে। বর্তমানে হাজার হাজার রকমের প্রোডাক্ট বা সার্ভিসসহ আলাদা আলাদা কোম্পানি গুলোর এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। যেকোনো ধরণের প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করানোর জন্য আপনার ব্লগ বা সাইটের এর মধ্যে প্রচুর পরিমানের ট্রাফিক বা ভিজিটর থাকতে হবে। সোজা এবং সরল ভাবে বললে, এফিলিয়েট মার্কেটিং হলো মার্কেটিং এর এক আধুনিক প্রক্রিয়া।