Introduction
Course Transcript
কালের বিবর্তনের জীবন যাত্রার ধারায় এসেছে আমূল পরিবর্তন। আধুনিকতা ছোয়া লেগেছে সর্বত্র। একটা সময় যা ছিল আমাদের কল্পনার অতীত এখন তা আমাদের হাতের মুঠোয়। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে আমাদের কাছে। শিক্ষার মান উন্নয়ন, টেকনোলজির সহজলভ্যতা এবং আধুনিকায়নের ছোয়া লেগেছে সর্বত্র। medical tourism industry এর বহির্ভুত কিছু নয়। দ্রুত বর্ধনশীল শিল্প গুলোর মধ্যে medical tourism এখন অন্যতম। উন্নত স্বাস্থসেবা প্রদান এবং সাথে ট্যুরিজম facility থাকার কারণে অনেক patients এখন medical tourism এর শরণাপন্ন হচ্ছে।
home country তে treatment গুলো available না থাকা, affordable প্রাইসে world-class ট্রিটমেন্ট পাওয়া, specialized ডাক্তারের schedule বিপর্যয় বা long time waiting করার সমস্যা থেকে মুক্তির জন্যই ট্যুরিস্টরা medical tourism এর প্রতি আকৃষ্ট হচ্ছে এছাড়াও আরো একটি সুবিধা রয়েছে তা হলো treatment এর সাথে তারা ভ্যাকেশনও enjoy করতে পারবে। নতুন culture, food, people and tourist attraction গুলো explore করার সুযোগ। medical tourism এ উন্নত দেশ গুলোর থেকে উন্নয়নশীল দেশ গুলো বেশি ভালো করছে। মেডিকেল ট্যুরিজম highly competitive healthcare package অফার করে কম প্রাইসে যা অন্যান্য ওয়েস্টার্ন countries থেকে অনেক কম প্রাইস। ফলে মধ্যে বিত্তরাও ভালো ট্রিটমেন্টর আসায় ওই দেশ গুলোতে ট্রাভেল করে।
Destination country গুলোর রেপিড ইকোনমিক গ্রোথ হয় এবং রেভিনিউ জেনারেট হয়। কাস্টমারদের চাহিদা পূরণের জন্য hospital গুলো continuously তাদের infrastructure, facility এবং healthcare service ডেভেলপ করছে। মেডিকেল এবং ট্যুরিজম দুটি খাত এক সাথে যুক্ত হয়ে কাজ করার কারণে medical tourism ইন্ডাস্ট্রির development rate অনেক বেশি যা ডেস্টিনেশন কান্ট্রি গুলোর economic ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই কোর্সে আমরা medical tourism এর আদ্যোপান্ত আলোচনা করবো। medical tourism কি, Importance of medical tourism, Benefits of MT for the Patients, Challenges for Medical Tourists, Future of Medical Tourism Industry এই রকম আরো important এবংexclusive টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আসুন কথা না বাড়িয়ে আমরা মূল কোর্সে চলে যাই।
Leave A Reply
You must be logged in to post a comment.
1 Comment
Completed “Introduction”