What is Remote Job
Lesson Transcript
রিমোট জব, আপনি হয়ত এটিকে “টেলিকমিউটিং” বা “বাড়ি থেকে কাজ” বলে শুনেছেন, কিন্তু রিমোট জব” শব্দের সহজ অর্থ হল আপনি যে কোনো কাজ বা চাকরী করেন যার জন্য অফিসে যাতায়াতের প্রয়োজন হবে না। টেলিকমিউটিং, ভার্চুয়াল জব, রিমোট জব, হোম-ভিত্তিক চাকরি – এই সব গুলো সাধারণত একে অপরের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়।
যারা চাকরি করে তাদের সময় ফিক্স করা থাকে, সময় মত অফিসে যেতে হয় আবার অফিসের সময় শেষ হলে বাসাই ফিরে যায়। যারা চাকরিজীবী তারা প্রতিনিয়ত এভাবে কাজ করে যাচ্ছেন। একজন চাকরিজীবীর জন্য এটি নিত্যদিনের রুটিন।
তবে যারা ব্যবসায়ী তারা অনেকে বাসাই বসে কাজ করেন। আবার অনেকের নিজস্ব অফিস থাকে, যেখানে তারা যেকোন সময় যেতে পারেন। তাদের কোন সময় ফিক্স নেই। অপরদিকে চাকরিজীবী যারা তাদের নির্দিষ্ট সময়ের মাঝ দিয়ে চলতে হয়। কিন্তু এই ডিজিটাল যুগে সব কিছু এত এগিয়ে আছে যে চাকরি এখন অফিসে না গিয়ে, বাসার বাহিরে না গিয়েও করা যায়। অর্থাৎ বাসায় বসে অফিস করা। আর একেই বলে “রিমোট জব”।
সহজ কথায় বলতে গেলে রিমোট জব হচ্ছে – আপনি একটি নির্দিষ্ট স্থানে থেকে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করা। এক্ষেত্রে আপনি আপনার বাসার রুম কেও বাস্তবের অফিসের মতো বানিয়ে ফেলতে পারেন। প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গুলোর মধ্যে এধরণের রিমুট জবের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে শুধু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান নয়, বরং বিশ্বব্যাপি প্রায় সবধরণের প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কাজের জন্য রিমোট জবের মাধ্যমে কর্মচারী নিয়োগ করে থাকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এটার ব্যপকতাও বাড়ছে বহুগুণে।
সময় পরিবর্তনের সাথে সাথে রিমুট জবের ধারণাটার সম্প্রসারণ হচ্ছে। একটা সময় ছিল যখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করাকেই রিমুট জব মনে করা হতো। কিন্তু বর্তমানে এটার ধারণাটির সম্পূর্ণ পরিবর্তন হতে চলছে। অনলাইনে সাময়িক সময়ের মধ্যে নির্ধারিত কাজ শেষ করার পরিবর্তে দীর্ঘমেয়াদিভাবে বিভিন্ন কোম্পানি তাদের নির্ধারিত কাজের জন্য লোক নিয়োগ করে থাকে।
Leave A Reply
You must be logged in to post a comment.
2 Comments
Interested in doing the course. Are there any offers?
Hi and thanks for reaching out to us! If it is your first purchase, you can avail a 50% discount on the course. You can get the coupon from our FaceBook page.