Introduction
এই কোর্সের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে ট্রেডিশনাল মিডিয়া বা প্রচলিত গণমাধ্যম এবং নিউ মিডিয়া কি ও কিভাবে কাজ করে? এর পাশাপাশি আমরা যেটা জানবো সেটা হল: মিডিয়ার বিশ্বাসযোগ্যতা, মিডিয়ার কনটেন্ট গুলোকে আমরা কতটুকু বিশ্বাস করবো? কিভাবে বিশ্বাস করব? এবং বিশ্বাস করার উপায়গুলো। এছাড়াও আমরা যেটা জানবো সেটা হচ্ছে, মিডিয়া লিটারেসি বা মিডিয়া জ্ঞান।
এরপর আমরা জানার চেষ্টা করব গনমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে। যেমন: গনমাধ্যমের বিভিন্ন পর্যায়গুলো কি? এর ফর্ম বা মাধ্যমগুলো কি? মিডিয়ার মেসেজ কিভাবে বিশ্লেষণ (এনালাইজ) করতে হয়? মিডিয়া এনালাইসিস করার সময় আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা যখন মিডিয়া লিটারেসি এর প্রসেসিং করি, একটা মেসেজ আমরা যখন ডেভলপ করি সেই মেসেজটা কিভাবে ডেভলপ করতে হয় এবং আমরা যখন অডিয়েন্স হিসেবে যেটা দেখি সেই দেখাটা আমরা আমরা কিভাবে দেখবো? সেটা আমাদের কিভাবে এনালাইজ করতে হবে আমরা কিভাবে বুঝব? মিডিয়ার কনটেন্টগুলোকে বিশ্লেষণ করে বোঝার ক্ষমতা অর্জন করার পদ্ধতিগুলো সম্পর্কে। মিডিয়া প্রসেস স্কিলসগুলো সম্পর্কে।
সবশেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিকাল থিংকিং অর্থ কোন কিছুকে জটিল ভাবে চিন্তা করা বা টেক্সট এর ভেতর যে ইনার মিনিং থাকে বা সাব-টেক্সট। তো সবশেষে আমি বলতে চাই, এই কোর্সের মাধ্যমে আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে মিডিয়া কিভাবে কাজ করে? মিডিয়ার বিভিন্ন টার্মিনোলজিগুলো, এর অর্থগুলো এবং আমরা মিডিয়াকে কিভাবে বুঝার চেষ্টা করব বা বুঝব সেই পুরো প্রচেষ্টাকে। ‘ইন্ট্রোডাকশন টু মিডিয়া লিটারেসি: ট্রেডিশনাল এন্ড নিউ মিডিয়া’ কোর্স এ সবাইকে জানাই সাদর সম্ভাষণ।
Leave A Reply
You must be logged in to post a comment.
2 Comments
Excellent
Impressive intruduction