Introduction
আমরা প্রায় সকলেই আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম সমস্যার সম্মুক্ষীন হই। কর্মক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবন, এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের চিরাচরিত ধ্যান-ধারণা ও জ্ঞান দ্বারা সেগুলোর সমাধান সম্ভব হয়ে ওঠে না। তখন একাধিক মানুষের সম্মিলিত পরামর্শ বা নতুন ভাবে চিন্তার মাধ্যমে মস্তিষ্ক থেকে বের হওয়া কোন নতুন Creative আইডিয়ার দ্বারাই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়ে ওঠে।
একক বা একাধিক মস্তিষ্কে ঝড় তোলার মাধ্যমে Idea Generate করার এই প্রক্রিয়াটিই হচ্ছে Brainstorming। এটি যে কোন কর্মক্ষেত্রে ক্রিয়েটিভভাবে কাজ করার একটি শিল্প যা Employeeদেরকে সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন এবং কার্যকরী ধারণাগুলি তৈরী করতে সহায়তা করে। Brainstorming ছাড়া কোন কার্যকরী আইডিয়া তৈরী করা বেশ কষ্টকর। এর ফলে মানুষের মুক্তচিন্তার প্রসার ঘটে ও Out of The Box চিন্তা করার ক্ষমতা তৈরী হয়। তাই ইহা বলাই বাহুল্য যে মানুষের জীবনে এর গুরুত্ব কতটা অপরিসীম।
কিন্তু এই Brainstorming করারও বেশ কিছু নিয়ম কানুন আছে। বেশ কয়েকজন মানুষ নিয়ে চিন্তা করতে বসে গেলেই কিন্তু Brainstorming হবে না ও মাথায় কার্যকরী আইডিয়া আসবে না। এর জন্য দরকার কিছু বিষয় সঠিকভাবে মেনে চলা নাহলে শুধু শুধু সময় নষ্ট ও পন্ডশ্রম ছাড়া আর কিছুই হবে না। আজকের এই কোর্সে সঠিকভাবে Brainstorming করার সকল প্রকার বিষয় গুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে যেন আপনারা সঠিকভাবে চিন্তা ও পদ্ধতির মাধ্যমে Idea Generate করতে সক্ষম হন।